শুক্রবার ● ২৭ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » লামায় হত্যা মামলার ২ আসামী গ্রেফতার
লামায় হত্যা মামলার ২ আসামী গ্রেফতার
লামা (বান্দরবান) প্রতিনিধি :: (১২ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৪মি.) বান্দরবানের লামায় একটি হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গৃহবধূ শাহেদা বেগম হত্যা মামলার দুই পলাতক আসামিকে গতকাল বৃহস্পতিবার রাতে ইউনিয়নের রইঙ্গাঝিড়ি ও কালাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন : মো. শফি আলম (৪০) ও মো.এজাহার মিঞা (৩৫)। তারা দুইজনই ফাসিয়াখালি ইউনিয়নের বাসিন্দা।
লামা থানা পুলিশের উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন বলেন, লামা থানার মামলা নং ২, তাং-২১ জুন ২০১৭ইং, ধারা- ১৪৩/৩২৩/৩২৬/৩০২/৩৪ পিসি এর এজাহার ভূক্তি আসামী ১. শফি আলম পুতু (৪০), পিতা- মৃত আবু সামা, সাং- লাইল্যার মার পাড়া, ২. এজাহার মিয়া (৩৫), পিতা- মো: নুর আলম, সাং- রইঙ্গার ঝিরি, উভয় ৩নং ফাঁসিয়াখালি ইউপির দগত ২৬ অক্টোবর সাপের ঘেরা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
আসামী শফি আলম পুতু আরেকটি অস্ত্র মামলার এজাহার ভূক্তি আসামী। আসামী এজাহার মিয়ার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা তদন্তাধীন আছে।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, গত ৫ জুন উপজেলার সাপের ঘাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে শাহেদা বেগম নামে এক গৃহবধূর ওপর হামলা করে প্রতিপক্ষ। এ সময় শাহেদা গুরুতর আহত হন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে ওই গৃহবধূর স্বামী মনোহর আলম বাদী হয়ে শফি ও এজাহারসহ অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে আসামিদের গ্রেফতার করা হয়েছে।