শুক্রবার ● ২৭ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » কৃষি » পাহাড়ে প্রযুক্তি কাজে লাগিয়ে কৃষি উৎপাদনে বিপ্লব ঘটানো সম্ভব : কৃষিবিদের অভিমত
পাহাড়ে প্রযুক্তি কাজে লাগিয়ে কৃষি উৎপাদনে বিপ্লব ঘটানো সম্ভব : কৃষিবিদের অভিমত
মাইনউদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি :: (১২ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪৪মি.) পাহাড়ে কৃষির প্রচুর সম্ভাবনাময় কৃষি পণ্য উৎপাদন করা সম্ভব। উদ্ভাবিত উন্নত প্রযুক্তির কৃষিকে কাজে লাগিয়ে এখানে কৃষি পণ্য উৎপাদনে বিপ্লব ঘটানো যায়। এখানকার কৃষকদের দুঃখ-কষ্ট ও কৃষকদের দারিদ্রতাকে কাটানোর জন্য উন্নত প্রযুক্তির প্রয়োজন অপরিসীম।
আজ শুক্রবার সকালে খাগড়াছড়ির র্সাকিট হাউজ মিলনায়তনে তিন পাবত্য জেলার বিভিন্ন বিভাগের কৃষিবিদের নিয়ে কৃষি গবেষনা ফাউন্ডেশন আয়োজিত দিন ব্যাপী কৃষির র্কাযক্রম র্পযলোচনাও পরিকল্পনা নিয়ে র্কমশলায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।
কর্মশালায় উদ্ধোধন করেন কৃষিগবেষনার ফাউন্ডেশলনের র্নিবাহী পরিচালক ড. ওয়াজ কবির। র্কমশলার মূল প্রবন্ধ পাঠ করেন খাগড়াছড়ি কৃষিগবেষনা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক র্কমর্কতা ড. মুন্সি রসিদ আহমেদ।
বক্তব্য রাখেন,সুগার ক্রপস এর মহা পরিচালক ডা. আমজাদ হোসাইন ,রাঙামাটির কৃষি সম্প্রসারনের অতিরিক্ত পরিচালক প্রনব ভট্টার্চায ,ড. নুরুল আলম ও ড. মহাব্বত উল্লাহ। র্কমশলায় তিন পাবর্ত্য জেলার কৃষিবিদ ছাড়াও ঢাকা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক অংশ গ্রহন করেন । র্কমশলায় তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবনের কে.জি.এফ এর চলমান র্কাযক্রমের ব্যাপক আলোচনা করা হয় ।