শনিবার ● ২৮ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » কৃষি » পানছড়িতে কমিউনিটি পুলিশিং ডে পালন
পানছড়িতে কমিউনিটি পুলিশিং ডে পালন
পানছড়ি প্রতিনিধি :: (১৩ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৪০মি.) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
“পুলিশই জনতা- জনতাই পুলিশ” এই প্রতিপাদ্যে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য একটি র্যালী থানা এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো থানায় গিয়ে শেষ। পরে থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে থানা হল রুমে আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্তি পুলিশ সুপার এম.এম সালাহ উদ্দিন।
বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তংচঙ্গা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাহার মিয়া, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি‘র এপিএস খগেন ত্রিপুরা, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বকুল চন্দ্র চাকমা ও পানছড়ি বাজার উন্নয়ন কমিটি‘র সিনিয়র সহ-সভাপতি তপন কান্তি বৈদ্য।
৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন পরিচালিত সভায় আরো বক্তব্য রাখেন, ১নং লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলি আহাম্মদ, প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক শাহজাহান কবির সাজু ও বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম প্রমূখ।
“থানার পাশ দিয়ে কাঁনা যায় না” এই প্রভাত বাক্যটি শুধুই প্রভাত বাক্য অন্য কিছু নয় উল্লেখ করে ১নং লোগাং ইউপি চেয়ারম্যান ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যানের বক্তব্যকে সমর্থন করে বলেন, যথাযথ ভাবে যারা দায়িত্ব পালন করছে না তাদের বাদ দিয়ে কমিউনিটি পুলিশিং কমিটি নবায়ন করতে হবে, তা হলে এই কমিটির সদস্যদের মনোবল আরো বৃদ্ধি পাবে এবং কাজে গতি আসবে।
বাস র্টামিনালে বে-দখল হয়ে যাচ্ছে তাই যানজট কবলিত বাজার এলাকা থেকে সকল প্রকার যানবাহন র্টামিনালে স্থানান্তরিত করতে পুলিশের সহযোগীতা কামনা করে উপজেলা আ,লীগের সভাপতি বলেন, কমিউনিটি পুলিশের কাজ কি সে সম্পর্কে অবহিত করতে সকল সদস্যদের নিয়ে সভা করার আহবান জানান।
মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে সকলের সহযোগী কামনা করে পানছড়ি থানা অফিসার্স ইনচার্জ (ওসি) উপস্থিত সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমি থানায় নবাগত, থানার দরজা সকলের জন্য সবসময় খোলা রয়েছে, আপনারা পুলিশের সেবা নিন।
সাধারণ জনগন আইন শৃংখ্যলা থেকে শুরু করে সমাজ উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য আঁশি ভাগ কাজ করে এবং পুলিশ ২০ভাগ কাজ করে থাকে উল্লেখ করে প্রধান অতিথি বলেন, পুলিশের পক্ষে একা কাজ করে সামাজ থেকে অপরাধ নির্মূল করা কোন অবস্থাতেই সম্ভব নয়, তাই আপনারা অপরাধ দমনে পুলিশকে সহযোগীতা করুন এবং সুন্দর ও সু-শৃংখ্যল সমাজে শান্তিতে বসবাস করুন।