মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে বন্যদূর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের ত্রাণ বিতরণ
রাঙামাটিতে বন্যদূর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের ত্রাণ বিতরণ
ষ্টাফ রিপোর্টার :: বাংলাদেশ রেড ক্রিসেন্ট রাঙামাটি জেলা ইউনিটের উদ্দ্যেগে রাঙামাটি সদর উপজেলার ১শত জন বন্যা দূর্গত ও ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে ১৫কেজি চাল, আধা কেজি ডাল, ১লিটার সয়াবিন তেল ও কেজি করে পেয়াঁজ প্রদান করা হয়েছে ৷
রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে ২৪নভেম্বর মঙ্গলবার সকালে রাঙামাটি রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ত্রান সামগ্রী বিতরণ করেন ৷
এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট রাঙামাটি জেলা ইউনিটের কার্য্যকরি কমিটির সহ সভাপতি ও পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, সাধারণ সম্পাদক এম বখতিয়ার, জেলা ইউনিটের ইউনিট লেভেল কর্মকর্তা নাসরিন আক্তার, সদস্য জসিম উদ্দিন বাবুল, নাইপ্রু মারমা মেরী, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার অনুসিনথিয়া চাকমা, পৌর কাউন্সিলর কালায়ন চাকমা, রেড ক্রিসেন্ট রাঙামাটি জেলা ইউনিটের প্রাক্তন সাধারণ সম্পাদক আবু শাহাদাত্ মোঃ সায়েম ও যুব রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দরা ৷
ত্রান বিতরণ শেষে চেয়ারম্যান বলেন, আত্নমানবতা সেবায় রেড ক্রিসেন্ট বিশ্বব্যাপী নিরলসভাবে কাজ করে যাচ্ছে ৷ মানব ও প্রকৃতি সৃষ্ট সকল দূযোর্গে রেড ক্রিসেন্ট সবসময় এগিয়ে যায় মানব সেবায় ৷ তাদের এ ধরনের কাজে সহায়তা করতে সমাজের সকল সত্মরের জনগনকে এগিয়ে আসার আহ্বান জানান চেয়ারম্যান ৷
আপলোড : ২৪ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ৩.২০ মিঃ