রবিবার ● ২৯ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আইসিটি প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আইসিটি প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ
ষ্টাফ রিপোর্টার :: (১৪ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫০মি.) আজ ২৯ অক্টোবর রবিবার বিকাল ৩ টায় রাঙামাটি শহরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর প্রধান কার্যালয়ে “পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আইসিটি ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টিকরণ ও আইটিভিত্তিক আধুনিক যোগাযোগ ব্যবস্থা স্থাপন” শীর্ষক প্রকল্পের ৩য় ব্যাচের প্রশিক্ষণপ্রাপ্ত ১শত জন প্রশিক্ষণার্থীদের মাঝে সদনপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের (চুক্তিভিক্তিক নিয়োগপ্রাপ্ত) ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ (অতিরিক্ত সচিব)।
৪ মাস ব্যাপী কম্পিউটার বিষয়ক মৌলিক প্রশিক্ষণে এমএস অফিস, গ্রাফিক্স ও ইন্টারনেট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
এ প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পশ্চাৎপদ বেকার যুব ও যুব মহিলাদের কম্পিউটার ও ইন্টারনেট বিষয়ে দক্ষ জনশক্তির গড়ে তোলার মাধ্যমে আত্মকর্মী সৃজন,জানান তরুণ কান্তি ঘোষ।
স্বাগত বক্তব্য রাখেন বোর্ডের সদস্য প্রশাসন ও এ প্রকল্পের প্রকল্প পরিচালক আশীষ কুমার বড়ুয়া। প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমে নিয়োজিত প্রতিষ্ঠান “ত্রিমাত্রিক” এর সিইও মো. ওমর ফারুক এবং প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে কয়েকজন চারমাস ব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পর্কে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
এ প্রকল্পের আওতায় এ পর্যন্ত মোট ৩শত জন বেকার যুব-যুব মহিলাকে চারমাসব্যাপী কম্পিউটার বিষয়ে মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং নির্বাচিত ১শত জন বেকার যুব-যুব মহিলাকে উচ্চতর প্রশিক্ষণ প্রদানের কার্যক্রম চলমান রয়েছে।
তবে ৩ পার্বত্য জেলার মধ্যে কোন জেলা থেকে কতজন প্রশিক্ষণার্থী এবং পাহাড়ি থেকে কতজন ও বাঙ্গালী থেকে কত জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহন করার সুযোগ পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর পক্ষ থেকে পরিস্কার করে কিছু জানানো হয়নি।