সোমবার ● ৩০ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে তন্ময় হত্যা মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার
ময়মনসিংহে তন্ময় হত্যা মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার
ময়মনসিংহ অফিস :: (১৫ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৪০মি.) ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকা থেকে স্কুলছাত্র ইসতিয়াক আহমেদ তন্ময় হত্যা মামলার আসামি রায়হান ইসলাম রিয়াদ ওরফে খুরি রিয়াদসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। এসময় ৭৫৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৪ রবিবার ২৯ অক্টেবর রাতে নগরীর চরপড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ।
র্যাব-১৪ এর এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, রিয়াদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলো। সে নগরীর সিটি কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী তন্ময় হত্যা মামলা দ্বিতীয় আসামি। রিয়াদসহ তার দুই বন্ধু দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিল। এমন গোপন সংবাদে খবর পেয়ে র্যাব ১৪ এর এএসপি গৌতম ঘোষের নেতৃত্বে র্যাব সদস্যরা চরপাড়া এলাকায় রবিবার সন্ধ্যায় অবস্থান নেয়। পরে গৌতমের নির্দেশে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে হত্যা মামলার অন্যতম আসামি রিয়াদসহ ৩ জনকে গ্রেফতার করে।
এসময় তল্লাশি চালিয়ে রিয়াদের কাছ থেকে ৭৫৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তন্ময় হত্যা মামলার বাকী আসামীদের গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, ২০১৬ সালে একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে খুন হয় স্কুলছাত্র ইসতিয়াক আহমেদ তন্ময়। এ ঘটনায় পরদিন তন্ময়ের বাবা ফরিদ উদ্দিন বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় আটজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।