মঙ্গলবার ● ৩১ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » ময়মনসিংহ » হালুয়াঘাট প্রথম পৌর নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের জমজমাট প্রচার-প্রচারনা
হালুয়াঘাট প্রথম পৌর নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের জমজমাট প্রচার-প্রচারনা
ময়মনসিংহ অফিস :: (১৬ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৫.৩৪মি.) ময়মনসিংহের হালুয়াঘাট প্রথম পৌরসভা নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারনা জমে উঠছে । আগামী ২৮ ডিসেম্বর ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাট পৌরসভায় অনুষ্ঠিতব্য প্রথম নির্বাচনকে ঘিরে পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রার্থীদের গণসংযোগ ও প্রচার-প্রচারনায় মুখরিত। পৌরসভা এলাকায় এখন পর্যন্ত ভোটার তালিকার খসড়া প্রকাশ করা সম্ভব না হলেও পৌরবাসীর কৌতুহলের কমতি নেই কে হচ্ছেন প্রথম পৌর পিতা। সদর এলাকার লোকজনের অভিযোগ রয়েছে পৌর এলাকার আয়তন গোলাকার হওয়ার কথা থাকলেও অজ্ঞাত কারণে তা হয়নি।
হালুয়াঘাট পৌরসভার প্রথম এ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হতে প্রচারনায় রয়েছেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন ও খায়রুল আলম ভুইয়া, যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালেব।
বিএনপি’র সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হানিফ মোহাম্মদ সাকের উল্লাহ, আসলাম মিয়া বাবুল, নাদিম আহাম্মেদ, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হামিদ, হালুয়াঘাট সাধারণ পাঠাগারের সভাপতি রেজাউল করিম।
এছাড়াও স্বতন্ত্র হিসেবে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে সদর ইউপি চেয়ারম্যান সালেহ আহম্মেদ ও হিন্দু কমিউনিটির সভাপতি প্রশান্ত কুমার সাহা।
এদিকে হালুয়াঘাট সদর এলাকার অর্থাৎ সম্ভাব্য পৌরসভার ভোটার এমন ব্যক্তিদের সাথে কথা বললে জানা যায়, প্রথম পৌর পিতা হিসেবে একজন যোগ্য, সৎ ও কর্মঠ মানুষ তারা নির্বাচনে আশাবাদী। সেইসাথে নতুন পৌরসভা এলাকায় যার মাধ্যমে সার্বিক উন্নয়ন করা সম্ভব হবে, সকল মানুষের কল্যাণ হবে এমন একজনকে নির্বাচনে তারা দৃঢ় প্রতিজ্ঞ।