মঙ্গলবার ● ৩১ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ট্রেজারারের দূর্নীতির প্রতিবাদ
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ট্রেজারারের দূর্নীতির প্রতিবাদ
ময়মনসিংহ অফিস :: (১৬ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৮মি.) ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত ভিসি ও ট্রেজারার শামসুর রহমানের দূর্নীতির প্রতিবাদে মৌন মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও শিক্ষার্থীরা।
আজ ৩১ অক্টোবর মঙ্গলবার দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদে সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, প্রফেসর ড.সাহাবুদ্দিন বাদল ও বিজয় কুমার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আগামী দশ কার্যদিবসের মধ্যে সমস্যার সমাধান না হলে জোর আন্দোলন গড়ে তোলা হবে। অপরদিকে বিক্ষুব্ধ শিক্ষাার্থীরা আগামী সাত দিনের মধ্যে তাদের সকল ন্যায্য দাবী মেনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবী জানান।
পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিজয় ভাষ্কর্যের সামনের রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে এবং প্রশাসনিক ভবনে তালাবদ্ধ করে ঘন্টাব্যাপী প্রতিবাদ জানান।