মঙ্গলবার ● ৩১ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত-৫
খাগড়াছড়িতে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত-৫
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১৬ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৩মি.) খাগড়াছড়িতে আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত আহত হয়েছে ৫ জন। আজ ৩১ অক্টোবর মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের মাষ্টার পাড়া মুখে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষনিক আহতদের নাম জানা যায়নি। পুলিশ ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রে আনতে ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির সমর্থকরা কদমতলীস্থ জেলা আওয়ামীলীগের অস্থায় কার্যালয় থেকে শ্রমীক লীগ নেতা বেলাল হোসেনের উপর প্রতিপক্ষের হামলার প্রতিবাদে জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করলে মাষ্টার পাড়া মূখে আওয়ামীলীগের দু’ গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সদস্যসহ আহত হয়েছে অন্তত পাঁচ জন।
খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল আউয়াল চৌধুরী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, জেলা সদরের গঞ্জপাড়ায় শ্রমীক লীগ নেতা বেলাল হোসেন এর উপর হামলার প্রতিবাদে জেলা আওয়ামীলীগ মিছিল বের করলে শহরের মাষ্টার পাড়া মূখে আ’লীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই জন পুলিশ সদস্যসহ অন্তত আহত হয়েছে পাঁচ জন। পুলিশ ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রন আনতে ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েন বলেও জানান তিনি।
প্রসঙ্গগত, খাগড়াছড়িতে সোমবার সন্ধ্যায় জেলা সদরের গঞ্জপাড়া এলাকায় প্রতিপক্ষের হামলায় শ্রমিক লীগ নেতা বলাল হোসেন (৩৫) গুরুতর আহত হয় । গুরুন্ত আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।