বুধবার ● ১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » পাবনা » সরকারের সহযোগিতায় রেলওয়েতে উন্নয়নের বীজ বপন করেছেন : জিএম খায়রুল আলম
সরকারের সহযোগিতায় রেলওয়েতে উন্নয়নের বীজ বপন করেছেন : জিএম খায়রুল আলম
ঈশ্বরদী প্রতিনিধি :: (১৭ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩৬মি.) পশ্চিমাঞ্চল রেলওয়ে নিরাপত্তাবাহিনীর চীফ কমান্ডেন্ট মো. শাহ আলম ভূঁইয়ার বিদায় ও নবাগত চীফ কমান্ডেন্ট আবুল ফাত্তা ভূঁইয়ার বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। নিরাপত্তাবাহিনীর পাকশী বিভাগীয় ও হেড কোয়ার্টার অফিসের যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার রাতে স্থানীয় নানকিন চাইনিজ রেস্টুরেন্টের দরবার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম মোঃ খায়রুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,সাবেক চীফ কমান্ডেন্ট আমিনুর রশীদ,দুদক রাজশাহী অঞ্চলের পরিচালক আব্দুল আজিজ ভূঁইয়া,সিওপিএস বেলাল উদ্দীন, প্রধান প্রকৌশলী রমজান আলী, সিইই প্রদীপ কুমার, সিপিও শহিদুল ইসলাম,সাংবাদিক তৌহিদ আক্তার পান্না, সিসিআরএনবি আবুল ফাত্তা ভূঁইয়া ও শাহ আলম ভূঁইয়া।
অতিরিক্ত জিএম হাজী সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সিআরএনবি পাকশীর সিআরএনবি আসাবুল হক শ্রমিকলীগ নেতা মেহেদী হাসান,আক্তার আলী,ঠিকাদার জেঠু সরকারসহ আরএনবির বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তৃতায় খায়রুল আলম বলেন,এক সময় রেলওয়ে ছিল মনোপুলি ব্যবসা। গোল্ডডেন্টহ্যান্ডশেক দিয়ে শ্রমিকরা এবং রেল ক্ষতিগ্রস্থ হয়েছে। বর্তমান সরকাল আমলে রেল বিভাগ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সিনিয়র কর্মকর্তারা সরকারের সহযোগিতায় রেলওয়ের যাবতীয় উন্নয়নের বীজ বপন করেছেন। জুনিয়রা এর ফল ভোগ করবেন। কাজেই যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। রেলওয়ের আরও উন্নয়ন কেউ ঠেকিয়ে রাখতে পারবেনা।