বুধবার ● ১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » মির্জাগঞ্জে অগ্নিকাণ্ডে দশলক্ষাধিক টাকার ক্ষতি
মির্জাগঞ্জে অগ্নিকাণ্ডে দশলক্ষাধিক টাকার ক্ষতি
পটুয়াখালী প্রতিনিধি :: (১৭ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সন্ধ্যা ৭.০৪মি.) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ভয়াং বাজারের অগ্নিকান্ডে দুটি দোকান ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাত এগারোটার দিকে।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভয়াং বাজারের পাহারাদাররা মো. বারেক খান মেশিনারী দোকান থেকে মঙ্গলবার রাতে আগুন দেখতে পেয়ে ডাকচিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন এবং স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেন। ততৎক্ষনে মো. বারেক খান মেশিনারী দোকান ও মীম টেলিকম বাবুল মুন্সীর দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় দশলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে এবং শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারনা করা হচ্ছে।
মজিদবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মো. আবদুল খালেক মৃধা বলেন, আগুন লাগার একঘন্টা পরে মির্জাগঞ্জের ফায়ার সার্ভিসের গাড়ি এসে পৌছায় এবং সাথে সাথে বরগুনার গাড়িও। অথচ মির্জাগঞ্জ থেকে এখানে তাদের গাড়ি আসতে সময় লাগে ২০ মিনিট এবং এলেও তাদের গাড়িতে পানির ব্যবস্থা ছিলো না। পরে স্থানীয় শহীদের পাওয়ার পাম্পদিয়ে পানির ব্যবস্থা করে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। এ ঘটনার পর ।আজ বুধবার সকালে উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে এবং ক্ষতিগ্রস্তদের সরকারি ত্রাণ তহবিল থেকে টিন ও নগদ টাকার সাহায্য প্রদানের আশ্বাস দেন।