বুধবার ● ১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১৭ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ রাত ১০.৩৪মি.) খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলার পার্বত্য চুক্তি বিরোধি ইউনাইটেড পিপলস ডেমোক্রিটিস ফ্রন্ট (ইউপিডিএফ)’র সাংগঠনিক সম্পাদক অমর বিকাশ চাকমাকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে আজ ১ নভেম্বর বুধবার ভোর রাত ৪টার দিকে জতিন্দ্র কার্বারি পাড়ার চেংগীমুখ এলাকায় অভিযান চালিয়ে অমর বিকাশ চাকমাকে আটক করে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি পিস্তল, ৪ রাউন্ড গুলি, নগদ ১৯ হাজার ৭শত ১০ টাকাসহ ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অমর বিকাশ রাঙামাটির নানিয়ার চর উপজেলার জগন্নাতলির তপনিয়া চাকমার ছেলে ও লক্ষ্মীছড়ি উপজেলার ইউনাইটেড পিপলস ডেমোক্রিটিস ফ্রন্ট (ইউপিডিএফ)’র সাংগঠনিক সম্পাদক।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, অস্ত্রসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রিটিস ফ্রন্ট (ইউপিডিএফ)’র সাংগঠনিক সম্পাদক অমর বিকাশ চেংগীমুখ এলাকায় রয়েছে এমন সংবাদের ভিত্তিতে আজ বুধবার ভোর রাতে লক্ষ্মীছড়ি জোনের ক্যাপ্টেন আল-মেহেদী মল্লিক এর নেতৃত্বে একটি টহল দল অভিযান চালায় এবং তাকে আটক করে।
অস্ত্রসহ অমর বিকাশ চাকমাকে আটকের সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফ ইকবাল জানান, তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে অস্ত্র আইনে মামলা দায়েরে করা হয়েছে।