শুক্রবার ● ৩ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » খাগড়াছড়িতে ৪ দিন ব্যাপি আয়কর মেলা শুরু
খাগড়াছড়িতে ৪ দিন ব্যাপি আয়কর মেলা শুরু
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১৯ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ বিকাল ৩.১৮মি.) খাগড়াছড়িতে চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর আয়োজনে শুরু হয়েছে ৪ দিন ব্যাপি আয়কর মেলা ২০১৭। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে জেলা শহরের অরুণিমা কমিনিটি সেন্টারে এ মেলার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্ধোধন করেন। এতে সভাপতিত্ব করেন, চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর যুগ্ন-কর কমিশনার ফরিদ আহমেদ।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, খাগাড়াছড়ি পুলিশ সুপার আলী আহমদ খান, খাগড়াছড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি লেয়াকত আলী চৌধুরী, চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর সহকারি কর কমিশনার যোবায়ের আহমদ।
বক্তব্যে প্রধান অতিথি বলেন, আয়করের উপর প্রধান্য দিয়ে রাজস্ব বৃদ্ধির কৌশল নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে। বিশ্বের উন্নত দেশগুলেতে করের সিংহভাগ সংগৃহীত হয় আয়করের মাধ্যমে। সবাই মিলে কর দিলে দেশ আরো সামনে এগিয়ে যাবে। তাই সামাজিক দায়িত্ব হিসেবে সবাইকে আয়কর দিতে আহবান জানান তিনি।