শুক্রবার ● ৩ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের কঠিন চীবরদান : ৩বিজিবি‘র উপহার প্রদান
জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের কঠিন চীবরদান : ৩বিজিবি‘র উপহার প্রদান
পানছড়ি প্রতিনিধি :: (১৯ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ বিকাল ৫.১৮মি.) জগতের সকল প্রাণীর হিতসূখ মঙ্গল কামনা করে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা‘র জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে ২৬-তম দানোত্তম কঠিন চীবর দান আজ শুক্রবার ৩ নভেম্বর শেষ হয়েছে।
এ উপলক্ষে অনুষ্টানে বুদ্ধ মূর্তিদান, সংঘদান, অষ্টপরিস্কার দান, কল্পতরু দান ও ৩বিজিবি‘র কমান্ডার লেঃ কর্ণেল মো. রফিকুল হাসান এর পক্ষ থেকে ভান্তদের বিভিন্ন সামগ্রী উপহার দেন উপ-অধিনায়ক।
লতিবান এলাকার সমাজ সেবক মুকুল চাকমা ও পানছড়ি উপজেলার ‘ইপসা’র ম্যানেজার বিলাস সৌরভ রড়ুয়া‘র পরিচালিত গৌতম বুদ্ধের স্ব-ধর্ম দেশনা দেন লতিবান আদর্শ বৌদ্ধ বিহারে শ্রীমৎ নন্দপাল মহাস্থবির, স্বানন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুনন্দ থের, জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ইন্দ্রপাল স্থবির, শান্তিপুর অরন্য কুটিরের চন্দ্রন কীর্তি স্থবির, ঘিলাতুলি অরন্য কুটিরের অধ্যক্ষ অজিত র্কীতি স্থবির ও খাগড়াছড়ি হরিনাথ পাড়া আদর্শ বৌদ্ধ বিহারের জ্ঞানজ্যোতি ভিক্ষু প্রমূখ।
পঞ্চশীল প্রার্থনা পরবর্তি আগত বিশেষ অতিথিদের মধ্যে স্ব-ধর্ম বক্তব্য রাখেন, পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা ও কঠিন চীবরদান উদযাপন কমিটির সভাপতি ফনিন্দ্র লাল চাকমা প্রমূখ।
বৌদ্ধ ভিক্ষুরা উপস্থিত স্ব-ধর্ম প্রাণ দায়ক-দায়িকাদেরকে পঞ্চশীল পালন পূর্বক সকল প্রাণীর প্রতি সদা সর্বদা মঙ্গল কামনা করার জন্য অনুরোধ করেন।