শুক্রবার ● ৩ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে আ’লীগের পৃথকভাবে জেল হত্যা দিবস পালন
খাগড়াছড়িতে আ’লীগের পৃথকভাবে জেল হত্যা দিবস পালন
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১৯ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ বিকাল ৬.২২মি.) খাগড়াছড়িতে জেলা আওয়ামীলীগের দুই পক্ষ পৃথক পৃথকভাবে যথাযোগ্য মর্যাদায় পালন করেছে জেল হত্যা দিবস। এ উপলক্ষে আজ শুক্রবার সকালে জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি ও সাধারণ সম্পাদকের জাহেদুল আলম অনুসারীরা শোক র্যালী বের করে।
জেলা সদরের কদমতলীস্থ জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় থেকে কুজেন্দ্র লাল ত্রিপুরা-এমপি পক্ষের আওয়ামীলীগের নেতাকর্মীরা একটি শোক র্যালি বের করে। র্যালিটি জেলা শহরের গুরুন্তপূর্ণ সড়ক প্রদক্ষিন করে টাউন হল প্রঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানায় জেলা আওয়ামীলীগের সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী ,জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. রইছ উদ্দিন,জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মংক্যচিং চৌধুরী, পার্বত্য জেলা পরিষদ সদস্য মংশৈপ্রু চৌধুরী অপু ,এডভোকেট আশুতোষ চাকমা, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, ও জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার দে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাবেদ হোসেন, জেলা শ্রমিকলীগে আহ্বায়ক জানু সিকদার ও জেলা যুবলীগ সহ সভাপতি হেলাল প্রমুখ ।
এদিকে, জেলা শহরের নারকেল বাগান এলাকায় আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে সাধারণ সম্পাদক জাহেদুল আলমের অনুসারীরা শোক র্যালী বের করে। র্যালীটি গুরুন্তপূর্ণ সড়কের প্রদক্ষিন করে পৌর টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয় । পরে সেখানে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানায় জেলা আওয়ামীলীগের সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
এসময় ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) যতীন্দ্র লাল ত্রিপুরা, পৌরসভা মেয়র রফিকুল আলম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এস এম শফি, শিক্ষা বিষয়ক সম্পাদক দিদারুল আলমসহ জেলা আওয়ামীলীগের সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত থেকে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানায় । ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।