মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » জনদুর্ভোগ » নিরাপত্তার অজুহাতে সামাজিক গণমাধ্যম বন্ধ রাখা গ্রহণযোগ্য নয় অবিলম্বে সামাজিক গণমাধ্যম খুলে দিন - বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
নিরাপত্তার অজুহাতে সামাজিক গণমাধ্যম বন্ধ রাখা গ্রহণযোগ্য নয় অবিলম্বে সামাজিক গণমাধ্যম খুলে দিন - বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
মঙ্গলবার সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক কমিটির সভায় গৃহীত প্রস্তাবে অবিলম্বে সামাজিক গণমাধ্যম খুলে দেবার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে এবং বলা হয়েছে নিরাপত্তার অজুহাতে অনির্দিষ্টকাল সামাজিক গণমাধ্যম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। প্রস্তাবে বলা হয় ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পর যদি সামাজিক গণমাধ্যম খুলতে হয় তাহলে অদূর ভবিষ্যতে সামাজিক গণমাধ্যম খোলার কোন সম্ভাবনা নেই। প্রস্তাবে সরকারি এই তৎপরতাকে ‘নাগরিকদের সাধারণ গণতান্ত্রিক অধিকার হরণ’ হিসাবে আখ্যায়িত করে বলা হয় মাথাব্যাথার জন্য আমরা মাথা কেটে ফেলতে পারি না। প্রস্তাবে বলা হয় বিকল্প ব্যবস্থায় ফেসবুক-ভাইবার ব্যবহার করা হচ্ছে, কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ ভোক্তারা।সভায় গৃহীত আরেক প্রস্তাবে বিদ্যুৎ খাতে বিনা টেন্ডারে লক্ষাধিক কোটি টাকার ১৫টি প্রকল্প বাস্তবায়নের তৎপরতায় গভীর উদ্বেগ প্রকাশ করে অনতিবিলম্বে হরিলুটের এই অপতৎপরতা বন্ধের দাবি জানানো হয়। প্রস্তাবে বলা হয় বিদ্যুৎ ও জ্বালানি খাতে দায়মুক্তি আইনের সুযোগ নিয়ে এই অশুভ তৎপরতা শুরু হয়েছে। প্রস্তাবে এই ব্যাপারে সরকারের পূর্ণাঙ্গ ব্যাখ্যা দাবি করা হয়।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক কমিটির সদস্য বহ্নিশিখা জামালী, মুখলেছুর রহমান, আকবর খান ও আবু হাসান টিপু।
সভায় গৃহীত আরেক প্রস্তাবে দেশব্যাপী পরিচালিত অভিযানে গণগ্রেফতারের সমালোচনা করা হয় এবং বলা হয় যৌথ অভিযানে প্রকৃত সন্ত্রাসী ও অপরাধীদের তুলনায় সাধারণ মানুষই বেশী হয়রানির শিকার হচ্ছে।(প্রেস বিজ্ঞপ্তি) আপলোড : ২৪ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৫.২০মিঃ