শনিবার ● ৪ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » শিশুরা শিক্ষিত হলে দারিদ্র্য হ্রাস পাবে : শিশুবিষয়ক প্রতিমন্ত্রী
শিশুরা শিক্ষিত হলে দারিদ্র্য হ্রাস পাবে : শিশুবিষয়ক প্রতিমন্ত্রী
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২০ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ রাত ৯.১৯মি.) মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন বাংলাদেশের প্রত্যেকটি শিশু শিক্ষিত হলে দেশ থেকে দারিদ্র্য এমনিতেই হ্রাস পাবে। আর দারিদ্র্যতা হ্রাস পেলে দেশ উন্নত হবে।
আজ ৪ নভেম্বর শনিবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণসোম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুনঃনির্মাণ ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সব সময় শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। তাই দেশে এত এত সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে।
তিনি আরও বলেন, আজকের ছোট ছোট সোনামনিরা একদিন বঙ্গবন্ধুর সোনার বাংলার হাল ধরবে। আর এভাবেই বাংলার সব শ্রেণিপেশার মানুষের মধ্যেই বঙ্গবন্ধু আজীবন বেঁচে থাকবেন।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এমএ জলিল স্বপনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুন নাহার আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধের সংগঠক কে বি এম মফিজুর রহমান খান, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুঃ মুশফিকুর রহমান, শিক্ষা অফিসার মো. সোহাগ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, যুগ্ম সম্পাদক এবিএম তারিকুল ইসলাম, সদস্য মো. মাজেদুল ইসলাম সেলিম, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সিজু ও যুবলীগের সাধারণ সম্পাদক কাজী হারুণ-অর-রশিদ টিপু প্রমুখ।