শনিবার ● ৪ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ার শ্রেষ্ঠ সমবায় প্রতিষ্ঠানের সম্মাননা পেল জাগরণ
উখিয়ার শ্রেষ্ঠ সমবায় প্রতিষ্ঠানের সম্মাননা পেল জাগরণ
উখিয়া প্রতিনিধি :: (২০ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ রাত ৯.৪৩মি.) “উৎপাদনমূখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে নিয়ে উখিয়া উপজেলা সমবায় অফিসের উদ্যোগে আজ ৪ নভেম্বর শনিবার ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ সময় উপজেলার শ্রেষ্ঠ সমবায় প্রতিষ্ঠান হিসেবে “জাগরণ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি:” সম্মাননা স্মারক” প্রদান করা হয়।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ছেনুয়ারা বেগম, বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভুমি) একরামুল ছিদ্দিক ও উপজেলা প্রজীপ কর্মকর্তা মো. মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
জাগরণের পক্ষ থেকে সম্মাননা স্মারকটি গ্রহণ করেন সভাপতি মনোরঞ্জন বড়ুয়া, সহ-সভাপতি এড. অনিল কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, সদস্য রাজিব বিশ্বাস, অরুণ কুমার বড়ুয়া ও মো. আলমগীর।
উল্লেখ্য ২০১০ সালে প্রতিষ্ঠিত জাগরণের হাজারো অধিক সদস্যের একটি সমবায় প্রতিষ্ঠান। সফল ও শ্রেষ্ঠ সংগঠন হিসেবে পরপর ৩ বার সম্মাননা স্মারক প্রাপ্তিতে জেলা, উপজেলা সমবায় কর্মকর্তা, সহ সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাগরণ এর ব্যবস্থাপনা কমিটি।