সোমবার ● ৬ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » খেলা » বিপিএল’র সৌজন্য টিকেট বিক্রির সময় দুজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ
বিপিএল’র সৌজন্য টিকেট বিক্রির সময় দুজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ
সিলেট প্রতিনিধি :: (২২ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৩মি.) বাংলাদেশের ক্রীড়া অঙ্গনের সবচেয়ে জনপ্রিয় খেলার আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ‘সৌজন্য টিকেটগুলো স্টেডিয়ামের গেইটে উচ্চমূল্যে কালোবাজারে বিক্রির সময় দুজনকে হাতেনাতে আটক করে পুলিশ। তাদের দুইজনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মচারি বলে জানা গেছে।
এ দৃশ্য স্বচক্ষে দেখে সাধারণ দর্শকদের একজন বলেন মামু ধরা খাইছন। আর টিকেট ব্রাক করতায়নি, নাম প্রকাশে অনিচ্ছুক একজন দর্শক বলেন আজ প্রমান হল টিকেট কালোবাজীর সাথে বিসিবির কিছু অসাধু কর্মকর্তা জড়িত।
গতকাল রবিবার ৫ নভেম্বর বেলা সোয়া ৩টার দিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ৩নং গেইট থেকে তাদের আটক করা হয়। আটককৃত দুজনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির কর্মকর্তা বলে জানা গেছে। তারা হচ্ছেন-আজিজুর রহমান ও আবদুস শহীদ। তাদের একজনের গ্রামের বাড়ি পঞ্চগড়ে এবং অপরজন ঢাকার বিক্রমপুরের।