সোমবার ● ৬ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » ময়মনসিংহ » কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভিসিকে ক্যাম্পাসে প্রতিহত করতে ভাঙচুর আহত-১০
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভিসিকে ক্যাম্পাসে প্রতিহত করতে ভাঙচুর আহত-১০
ময়মনসিংহ অফিস :: (২২ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৩মি.) ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএমএম শামসুর রহমানকে ক্যাম্পাসে প্রতিহত করতে গিয়ে তার গাড়ি ভাঙচুর করে শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই কামরুল হাসান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহিদুল কবীরসহ ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।
আজ ৬ নভেম্বর সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক জরুরী সভায় যোগ দিতে এলে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা তার রাস্তা আটকে গাড়ি ভাংচুর করলে পুলিশ পাহারায় তিনি ক্যাম্পাস ত্যাগ করে ময়মনসিংহ চলে যান বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হুমায়ূন কবীর জানান।
ক্যাম্পাস অবস্থানরত শিক্ষার্থী সূত্রে জানা যায়, উপাচার্য মোহিত উল আলমের মেয়াদ শেষে এ বছরের ১২ অগাস্ট থেকে ভারপ্রাপ্ত ভিসি হিসেবে দায়িত্ব পালন করছেন ট্রেজারার শামসুর রহমান। আসন্ন ভর্তি পরীক্ষার এক মিটিংয়ে অংশগ্রহণ করতে এএমএম শামসুর রহমান ক্যাম্পাসে দীর্ঘদিন পরে সোমবার এসেই তোপের মুখে পড়েন।
রেজিস্ট্রার হুমায়ূন কবীর বলেন, প্রায় এক মাস আগে টেলিভিশনের সাক্ষাৎকারে শামসুর রহমান চাকরি দেওয়ার কথা বলে লোকজনের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন। এরপর থেকে তিনি অসুস্থতার কারণে ঢাকায় অবস্থান করছিলেন।
আন্দোলনকারী শিক্ষক রেজুয়ান শুভ্র জানান, বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিবাজ দায়িত্বপ্রাপ্ত উপাচার্যকে প্রতিহত করেছে বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা। দায়িত্বরত উপাচার্য তার লোকজন দিয়ে গাড়ি ভেঙে ঘটনা অন্যদিকে মোড় নেয়ার চেষ্টা করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহিদুল কবীর জানান, দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ক্যাম্পাসে আসবেন এই বিষয়ে আমরা প্রক্টরিয়াল বডি অবগত ছিলাম না। ঘটনাস্থলে আমরা তাৎক্ষণিকভাবে ছুটে যাই। শিক্ষার্থীদের তোপের মুখ থেকে তাকে বাসায় ফেরত পাঠানোর ব্যবস্থা করি। গাড়ি যেহেতু সরকারি সম্পদ তাই তা ভাঙচুরের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেবে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি বিজয় কুমার কর্মকার বলেন, একমাস ধরে সাবেক ভিসি এবং ভারপ্রাপ্ত ভিসির দুর্নীতি তদন্ত করে তাদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে শিক্ষার্থী ও শিক্ষকরা। এর মধ্যেই শিক্ষার্থীরা তার গাড়ি ভাংচুর করে।
এই বিষয়ে ভারপ্রাপ্ত উপাচার্য শামসুর রহমানের সাথে যোগাযোগ করলে তাঁর মোবাইলফোন বন্ধ পাওয়া যায়।
প্রসঙ্গত, প্রায় এক মাস ধরে এএমএম শামসুর রহমানের দুর্নীতির বিরুদ্ধে ও তাঁর পদত্যাগের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলন করে যাচ্ছেন।