সোমবার ● ৬ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে সড়ক ও জনপদ বিভাগের ৫টি অফিসের কার্যক্রম অচল
খাগড়াছড়িতে সড়ক ও জনপদ বিভাগের ৫টি অফিসের কার্যক্রম অচল
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২২ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩২মি.) খাগড়াছড়িতে সড়ক জনপদ বিভাগের ওর্য়াকচার্জড কর্মচারীরা তাদের চাকুরী নিয়মিত করার দাবিতে নির্বাহী প্রকৗশলীর অফিসসহ ৫টি অফিসের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। ফলে সড়ক ও জনপদ বিভাগের অফিসিয়াল কার্যক্রম অচল হয়ে পড়েছে।
আজ সোমবার দিনভর কর্মচারীরা চাকুরী নিয়মিত করার দাবিতে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
সভাপতিত্ব করেন শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের খাগড়াছড়ির সভাপতি মো. বদরে আলম।
এসময় বক্তারা বলেন, দীর্ঘ কয়েকযুগ ধরেও এখানকার ৩শত কর্মচারীর চাকুরী নিয়মিত করা হয়নি। কর্মচারীরা নানা হতাশা ও পারিবারীক অভাব অনটনে রয়েছে। সম্প্রতি মো. শাহাজাহান ও মো. মমিনুল হক ২জন কর্মচারী মৃত্যুবরণ করেছে। তাদের পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে। সহসা চাকুরী নিয়মিত করা না হলে কর্মচারীরা বৃহৎ আন্দোলনে যাবে।
সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ধর্মজ্যোতি চাকমা ও মো. ফয়েজ। গত ২ দিন ধরে আন্দোলনে কর্মচারীরা মাঠে থাকায় এখানকার সড়ক ও জনপদ বিভাগের উন্নয়ন কার্যক্রম চরমভাবে ব্যহত হচ্ছে। নির্বাহী প্রকৌশলী মো. মোছলেহ উদ্দিন চৌধুরী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান,কর্মচারীদের আন্দোলনে অফিসের কার্যক্রম চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। কর্মচারীদের আন্দোলনে নির্বাহী প্রকৌশলী খাগড়াছড়ি,গুইমারা,এসডি কার্যালয়,দিঘীনালা ও মানিকছড়িসহ ৫টি অফিসের কার্যক্রম বন্ধ রয়েছে।