সোমবার ● ৬ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » দলীয় কার্যালয় থেকে ফেন্সিডিল ও ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আটক
দলীয় কার্যালয় থেকে ফেন্সিডিল ও ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আটক
ঝিনাইদহ প্রতিনিধি :: (২২ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫৫মি.) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বজলুর রশিদ নান্নু (৪৬) কে ইয়াবা ও ফেন্সিডিলসহ আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। আজ সোমবার বিকেলে কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দলীয় কার্যালয় থেকে তাকে আটক করা হয়। আটককৃত বজলুর রশিদ নান্নু কালীগঞ্জ উপজেলা ফয়লা গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে। ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার বিকেলে কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দলীয় কার্যালয়ে অভিযান চালানো হয়। এসময় বজলুর রশিদ নান্নুর অফিস তল্লাসী করে ৯৬ পিচ ইয়াবা, ১বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ২৭’শ ৭০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে এএসআই শেখ আব্বাস উদ্দিন আহমেদ, এএসআই পাপিয়া সুলতানা, সিপাই জিএম শহিদুল ইসলাম, আব্দুল আজিজ খান ও সাইদুল হক উপস্থিত ছিলেন।