মঙ্গলবার ● ৭ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » পানছড়ি মডেল উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্ভোধন
পানছড়ি মডেল উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্ভোধন
পানছড়ি প্রতিনিধি :: (২৩ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪০মি.) খাগড়াছড়ি জেলার পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় ও পানছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্ভোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উভয় স্টোর উদ্ভোধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লোকমান হোসেন, ১নং লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, ২নং চেঙ্গী ইউপি চেয়ারম্যান কালা চান চাকমা, ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, ৫নং উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আহমেদ ও পানছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলী দেওয়ান প্রমূখ।
বাজার উচ্চ বিদ্যালয়ের সততা স্টোর এ ১৮ প্রকার সামগ্রী নিয়ে স্টোরটির যাত্রা শুরু করেছে। এ সময় দুই শিক্ষার্থী কলম ও জেলা প্রশাসক ১টি জ্যামেতি বক্স ক্রয় করেন।
পরে দুপুর ৩টার দিকে জেলা প্রশাসক ৫নং উল্টাছড়ি ইউপি‘র কংজেরীপাড়া এলাকায় দৃষ্টি নন্দন লেক এর উদ্ভোধন পরবর্তি সাংস্কৃতিক অনুষ্টান উপভোগ করেন।