মঙ্গলবার ● ৭ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » সর্বশেষ সংবাদ » তোমার চলে যাওয়া : উত্তম কুমার পাল হিমেল
তোমার চলে যাওয়া : উত্তম কুমার পাল হিমেল
তুমি যে চলে গেলে মনে মনে কি ভেবে পেলে
চোখঁ মেলতেই দেথি নেই তুমি নেই,
চলে গেলে কোন ঘাতকের হাতে
নৈস্বর্গের কোন নগরীতে।
তোমাকে খুজেছি গোলাপের নতুন কুড়িতে
কত কাটার আঘাত সহ্য করে,
কিন্তুু কই সেখানে ও তোমার অস্থিত্ব
অনুভব করতে পারিনি।
তোমাকে খুজেছি লাখো মানুষের
মুক্তির মিছিল করা পথে.
কত পথ পেরিয়ে গেছি
তবুও তোমাকে দেখতে পাইনি
কোথাও কোন খানে।
তোমাকে খুজেছি প্রকৃতির উঞ্চতার মাঝে
একটু খানি শান্তির সু-বাতাসের জন্য
সেখানে ও পাইনি কোন ছায়া
পেয়েছি শুধু দগ্ধতা।
কিন্তু কেন? এমন তো হওয়ার কথা না
ছিল নাতো এমন প্রাপ্যতা,
চাঁদের শোভনে আর সুর্যের দহনে।।
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ,হবিগঞ্জ।