রবিবার ● ২৯ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাঙামাটি পৌরসভা নির্বাচন-২০১৫ কাউন্সিলর ও মেয়র পদে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহে ব্যস্ত
রাঙামাটি পৌরসভা নির্বাচন-২০১৫ কাউন্সিলর ও মেয়র পদে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহে ব্যস্ত
ষ্টাফ রিপোর্টার :: গত মঙ্গলবার বাংলাদেশ নির্বাচন কমিশন তফশীল ঘোষণা করে সারা দেশ ব্যাপী একদিনে ২৩৫টি পৌরসভায় আগামী ৩০ ডিসেম্বর ২০১৫ তারিখ একযোগে নির্বাচন করার ৷
বিভিন্ন কারণে একটু দেরীতে রাঙামাটি পার্বত্য জেলার রাঙামাটি পৌরসভায় নির্বাচনী হওয়া বইতে শুরু করেছে ৷
এবার রাঙামাটি পৌরসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে পাহাড়ি-বাঙ্গালী, অন্য দিকে আওয়ামীলীগ-বিএনপি-পিসিজেএসএস(সন্তু গ্রুপ)৷
জেলা আওয়ামীলীগ ও জেলা বিএনপি তাদের দলীয় প্রার্থী নির্ধারণে ভুল করলে দীর্ঘ দিন ধরে বাঙ্গালীদের একমাত্র প্রশাসনিক বা জনপ্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান চলে যাবে পিসিজেএসএস সন্তু গ্রুপের হাতে ৷
রাঙামাটি পৌরসভার মেয়র পদ যদি এবার পিসিজেএসএস (সন্তু গ্রুপ) নিয়ে নিতে পারে তাহলে পার্বত্য অঞ্চলে বাঙ্গালীদের হাতে আর কোন ধরণের জনপ্রতিনিধিত্ব প্রদানের প্রতিষ্ঠান থাকছেনা ৷
গত বৃহস্পতিবার ও আজ ২৯ নভেম্বর রবিবার বেলা ১২টা পর্যন্ত রাঙামাটি জেলা সার্ভার ষ্টেশন ও জেলা নির্বাচন কার্যালয়ে অবস্থিত রাঙামাটি সদর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কাউন্সিলর সংরক্ষিত আসন ৪,৫ ও ৬ আসামবস্তীর সোমা বেগম(পূর্ণিমা),শ্যামলী ত্রিপুরা, ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদে রিজার্ভবাজার মহসিন কলোনী এলাকার মিজানুর রহমান,রমজান আলি ও নাছির উদ্দীন,২নং ওয়ার্ডের সাধারন কাউন্সিলর পদে মনোনয়ন সংগ্রহ করেছে রিজার্ভবাজার পাথরঘাটা এলাকার সঞ্জয় ঘোষ রায়,এসএম হামিদ,মোঃ ইউছুফ চৌধুরী,আব্দুল মালেক,মসজিদ কলোনীর সাইফুল ইসলাম, রিজার্ভবাজার এলাকার, মোঃ করিম আকতার ও রতন দেব,৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ডিসি বাংলো এলাকার সোহেল চাকমা,শাহাদাত হোসেন ও মাঝেরবস্তী এলাকার বিমল বড়ুয়া ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদে তবলছড়ি এলাকার নুরন্নবী,ধনমিয়া পাহাড় এলাকার বেলস্নাল হোসেন,নুর মোহাম্মদ মজুমদার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদে স্বর্ণটিলা এলাকার আমির হামজা,শান্তি নগর এলাকার অজিত দাশ,অজিত দাশ ও আসাদুল হক ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ভেদ ভেদী এলাকার লৰীমনি চাকমা,রাঙ্গাপানি এলাকার ধীরেন্দ্র চাকমা,এলাকার নাম লিখা নাই মোঃইব্রহিম,রাঙ্গাপানি এলাকার রবিমোহন চাকমা ও কিনামোহন চাকমা, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মনজুরুল হক ও মনছুর আহমেদ, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদে দক্ষিণ কালিন্দীপুর এলাকার তাপস দাশ, একই এলাকার বিমল বিশ্বাস,উত্তর কালিন্দীপুর এলাকার কালায়ন চাকমা ও ট্রাইবেল আদাম এলাকার শিমুল চাকমা, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদে বিল্লাল হোসেন টিটু,সন্তোষ কুমার চাকমা ও শেখ মোঃ মতিউর রহমান ৷
মেয়র পদে এবার নির্বাচন কমিশনের নিবন্ধনকৃত রাজনৈতিক দলের প্রতিক ও কাউন্সিলর পদে প্রতিক হিসাবে থাকছে এবার উটপাখি,গাজর,টিউভ লাইট, টেবিল ল্যাম্প, ডালিম,ঢেঁডশ,পানজাবি,পানির বোতল,ফাইল কেবিনেট.ব্রিজ,ব্র্যাক বোর্ড ও স্ক্রু ড্রাইভার। প্রথম শ্রেনীর রাঙামাটি পৌরসভার মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন রিজার্ভবাজার এলাকার স্বতন্ত্র প্রার্থী হিসাবে অমর কুমার দে,তবলছড়ি এলাকার বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী হিসাবে মোঃ হাবিবুর রহমান,বনরুপা এলাকার কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ সোলায়মান,আসামবস্তী এলাকার আব্দুল মতিন ও রিজার্ভবাজার মহসিন কলোনী এলাকার মোঃ শহিদুর জামান মহসিন রোমান ৷
এদিকে রাঙামাটি আওয়ামীলীগ,জেলা বিএনপি ও পিসিজেএসএস (সন্তু গ্রুপ) তাদের আনুষ্ঠানিক ভাবে দলীয় প্রার্থীর নাম এখনো ঘোষণা করেননি তবে পৌরসভা এলাকায় যাদের নাম বেশ জোরেশোরে শোনা যাচ্ছে তারা হলেন, আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেতে আগ্রহী সাবেক রাঙামাটি পৌরসভা মেয়র হাবিবুর রহমান এছাড়া আব্দুল মতিন,সোলায়মান চৌধুরী, আকবর হোসেন চৌধুরী ও মোঃ শহিদুর জামান মহসিন রোমান ৷
রাঙামাটি জেলা বিএনপি’র থেকে মনোনয়ন পেতে আগ্রহী সাবেক প্যানেল মেয়র মোঃ রবিউল আলম রবি,এডভোকেট মামুনুর রশিদ,মাহাবুবুল বাসেত অপু ও সাইফুল ইসলাম সাকিল ৷
রাঙামাটি জেলা পিসিজেএসএস (সন্তু গ্রুপ) থেকে মনোনয়ন পেতে আগ্রহী গতবারের মেয়র পদপ্রার্থী এডভোকেট প্রতিম রায় পাম্পু, বর্তমান কাউন্সিলর ও কন্ঠ শিল্পী কালায়ন চাকমা বলেন দলীয় ভাবে আমাকে মেয়র পদে মনোনয়ন দেয়া হলে প্রয়োজনে কাউন্সিলর পদের মনোনয়ন বাতিল করে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে ও ডাঃ গঙ্গামানিক চাকমা ৷ রাঙামাটি সদর উপজেলা নির্বাচন অফিসার এস.এম. শাহাদাত হোসেন প্রত্যক কাউন্সিলর সংরক্ষিত, সাধারন কাউন্সিলর ও মেয়র পদে প্রার্থীদের হাতে মনোনয়নপত্র ও প্রার্থীদের চাহিদা মোতাবেক নির্বাচনী এলাকার ভোটার তালিকার সিডি তুলে দেন ৷
রাঙামাটি পৌরসভা নির্বাচন-২০১৫ তে পুরুষ ভোটার ৩২১০৮ ও মহিলা ভোটার হচ্ছে ২৫৬৮৬জন এবার রাঙামাটি পৌর এলাকার মোট ভোটার ৫৭৭৯৪ জন এছাড়া পৌরসভা এলাকায় মোট ভোট কেন্দ্র সংখ্যা হচ্ছে ২৮টি ৷ ঝুকিপূর্ণ ভোট কেন্দ্রের নাম এখনো পাওয়া যায়নি ৷
আপলোড : ২৯ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.৪০মিঃ