বুধবার ● ৮ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » সকল বিভাগ » গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে মাঠ পর্যায়ে কার্যক্রম
গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে মাঠ পর্যায়ে কার্যক্রম
বিশ্বনাথ প্রতিনিধি :: (২৪ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৩মি.) ‘দ্রুত সময়ে, কম খরছে ন্যায় বিচার পেতে গ্রাম আদালতে আসেন, প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গ্রাম আদালত সম্পর্কে সচেনতা বৃদ্ধির লক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের উদ্যোগে র্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে র্যালীটি ইউপি কমপ্লেক্স থেকে শুরু করে ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে গ্রাম আদালত বিষয়ক সচেতনতা বাড়াতে শিক্ষামূলক ভিডিও প্রদর্শন করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউএনডিপি’র যৌথ উদ্যোগে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়ে) প্রকল্প মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়ন করছে।
র্যালীতে লামাকাজী ইউপির প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম মেম্বার, বিশ্বনাথ উপজেলা গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প ব্লাস্টের কো-অডিনেটর গীতা রাণী মোদক, ইউপি মেম্বার হেলাল আহমদ, ফয়ছল আহমদ, রাবিনা বেগমসহ বিভিন্ন শ্রেণী ও পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।