শনিবার ● ১১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদম যুবলীগে নেতৃত্বের রদবদল
আলীকদম যুবলীগে নেতৃত্বের রদবদল
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (২৭ কার্তিক ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৩.২১মি.) আলীকদম উপজেলা যুবলীগের রদবদল ঘটেছে। নির্বাচিত কমিটির দুই নেতা (সভাপতি ও সাধারণ সম্পাদক) কে অব্যহতি দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। এই নিয়ে আলীকদমের রাজনৈতি মহলে থম থমে ভাব বিরাজ করছে।
গত ১১ এপ্রিল ২০১৭ তারিখ গোপন ব্যালটের মাধ্যমে আলীকদম উপজেলা যুবলীগের সভাপতি পদে মো. আনোয়ার জিহাদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে মো. শফি আলম জয় লাভ করে। পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা নিয়ে নানা জল্পনা কল্পনা চলতে থাকে দীর্ঘ সাত মাস। এই নিয়ে জেলা যুবলীগের নর্তৃবৃন্দের সাথে অসৌজন্য মূলক আচরণ ও নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারীদেরকে কমিটির অন্তর্ভূক্ত না করায় সভাপতি ও সাধারণ সম্পাদককে পদ থেকে গত ৩১অক্টোবর তারিখ অব্যহতি প্রদান করা হয়েছে। গত ৫ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগ বান্দরবান জেলা শাখার আহবায়ক মো. হোসেন এবং যুগ্ম আহবায়ক মো. ওমর ফারুখ স্বাক্ষরিত এক পত্রের বরাতে এসব তথ্য জানা যায়। পত্রে আরো উল্লেখ আছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের গঠনতন্ত্রের দারা-২১ এর আলোকে নির্বাচনের ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা উল্যেখ থাকলেও তার ব্যত্বয় ঘটানো হয়েছে।
অপরদিকে গত ৮ নভেম্বর তারিখ বান্দরবান জেলা শাখার আহবায়ক মোঃ হোসেন এবং যুগ্ম আহবায়ক মো. ওমর এর স্বাক্ষরে নির্বাচনে বিজয়ী দুই নেতাকে কমিটির বাইরে রেখে ৭১ সদস্য বিশিষ্ঠ উপজেলা যুবলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতির দায়িত্ব পান মো. নুরে আলম, সাধারণ সম্পাদক মো. আব্দুল মুবিন ও সাংগঠনিক সম্পাদক মোঃ আবু ছালাম। এই নিয়ে এলাকায় প্রাণচাঞ্চল্য তাকলেও থম থমে ভাবও রয়েছে অনেকটা অংশ জুড়ে।
এবিষয়ে জানতে চাইলে আলীকদম উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি যুগ্ম আহবায়ক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য থোয়াইচাহ্লা মারমা বলেন, নির্বাচন করে একটি কমিটি হয়েছে আমরা জেনেছি, কিন্তু ওই কমিটির নের্তৃবৃন্দ অদ্যবধি উপজেলা আওয়ামীলীগের নেতাদের সাথে কমিটি গঠন বা যে কোন বিষয়ে কোন প্রকার আলাপ আলোচনা করেননি। বর্তমান যে কমিটি গঠন করা হয়েছে আমি আশা করি এই কমিটি মাধ্যমে আলীকদম উপজেলা যুবলীগের কার্যক্রম শক্তিশালী হবে।