শনিবার ● ১১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » অবৈধ কমিটি বিলুপ্ত ঘোষনা করল বৈধ কমিটিকে
অবৈধ কমিটি বিলুপ্ত ঘোষনা করল বৈধ কমিটিকে
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (২৭ কার্তিক ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৩.০৩মি.) বান্দরবান জেলা যুবলীগের অবৈধ কমিটি বিলুপ্ত ঘোষনা করেছে আলীকদম উপজেলা যুবলীগের নির্বাচিত বৈধ কমিটিকে। এই ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় আলীকদম উপজেলা যুবলীগ, ইউনিয়ন কমিটি, ও ওয়ার্ড কমিটি এবং আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করেছে। এসময় একটি ভিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সামনে এসে শেষ হয়। পরে আওয়ামীলীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করে। এসময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সমরঞ্জন বড়ুয়া, নির্বাচিত যুবলীগ সভাপতি আনোয়ার জিহাদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শফিউল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৌরভ পাল ডালিম উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, সম্পুর্ণ গণতান্ত্রিক পদ্বতিতে নির্বাচিত দুই জন নেতাকে কোন অবস্থাতেই জেলা কমিটি বাতিল করতে পারেনা। তাছাড়া বর্তমান জেলা যুবলীগের বর্তমান কোন কমিটি নেই। যেই কমিটি আছে সেটা গত ২১ জুলাই ২০১৩ তারিখ তিন মাসের জন্য আহবায়ক কমিটি হিসেবে অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু চার বছর অতিবাহিত হলেও তারা নিজেরা নতুন কোন জেলা কমিটি করতে পারেনি। সুতরাং তারা অবৈধ। আর একটি অবৈধ কমিটি অন্য একটি নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বৈধ কমিটিকে বিলুপ্ত করতে পারেনা। বাংলাদেশ আওয়ামী যুবলীগের গঠনতন্ত্রের ধারা-২২(ক) এর আলোকে উপজেলা পর্যায়ের সভাপতি বা সাধারণ সম্পাদককে অব্যহতি প্রদান করার ক্ষমতা শুধুমাত্র কেন্দ্রীয় চেয়ারম্যানের হাতে সংরক্ষিত। সুতরাং এধরণের সিদ্ধান্ত কোন অবস্থাতেই মেনে নেয়া যাবেনা। আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই আদেশ প্রত্যাহার না করলে কঠোর থেকে কঠোরতর কর্মসূচীর ঘোষনা দিয়েছে নেতা কর্মীরা।
উল্লেখ্য যে, গত ১১ এপ্রিল ২০১৭ তারিখ গোপন ব্যালটের মাধ্যমে আলীকদম উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে মো. আনোয়ার জিহাদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে মো. শফিউল আলম জয় লাভ করে এবং গত ৩১ অক্টোবর ২০১৭ তারিখ জেলা যুবলীগের আহবায়ক কমিটি মনগড়া সিদ্ধান্ত নিয়ে ওই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যহতি প্রদান করে। পরবর্তী ৮ নভেম্বর ২০১৭ তারিখ নির্বাচনে বিজয়ী দুই নেতাকে কমিটির বাইরে রেখে নির্বাচনে পরাজিত দুই সভাপতি প্রার্থীকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ঠ উপজেলা যুবলীগের কমিটি অনুমোদন দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে আলীকমের নেতাকর্মীদের মাথে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।