শনিবার ● ১১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » গুনীজন » হাজী মোহাম্মদ ওমরা মিয়া চৌধুরীর মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় ভূমি প্রতিমন্ত্রী
হাজী মোহাম্মদ ওমরা মিয়া চৌধুরীর মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় ভূমি প্রতিমন্ত্রী
চট্টগ্রাম প্রতিনিধি :: (২৭ কার্তিক ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫১মি.) মরহুম হাজী মোহাম্মদ ওমরা মিয়া চৌধুরী ছিলেন আজীবন সমাজব্রতী ও সমাজ সংস্কারক। গ্রামের পিছিয়ে পড়া সমাজের পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে একজন সমাজদরদী ব্যক্তিত্বে পরিণত হন সমকালীন সময়ে তিনি। শিক্ষা, সমাজসেবা, মানবতার কল্যাণ ও দেশ গঠনে যেমন, ওমরা মিয়া চৌধুরী ছিলেন সাহসী সৈনিক ঠিক তেমনি ধর্মীয় মূল্যবোধ ও সমাজ সংস্কারেও ছিলেন কিংবদন্তীতুল্য অগ্রজ। কালের কীর্তিতে মহিরুহ ব্যত্বিত্বে পরিণত হয়ে ওমরা মিয়া চৌধুরী মানবতার আদর্শে উপনীত হন আপন কর্ম উদ্দীপনায়। কর্ণফুলী উপজেলাধীন ঐতিহ্যবাহী কালারপোল হাজী মো. ওমরা মিয়া চৌধুরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চট্টগ্রামের কৃতি সন্তান খান সাহেব হাজী মো. ওমরা মিয়া চৌধুরীর ৫৫তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় প্রধান অতিথি’র বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এম.পি উপরোক্ত মন্তব্য করেন।
কর্ণফুলী উপজেলাধীন ঐতিহ্যবাহী কালারপোল হাজী মো. ওমরা মিয়া চৌধুরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চট্টগ্রামের কৃতি সন্তান খান সাহেব হাজী মো. ওমরা মিয়া চৌধুরীর ৫৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা আজ ১১ নভেম্বর বিকাল ৪টায় নগরীর চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও সাদার্ণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন, কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী, মরহুমের সুযোগ্য সন্তান আলহাজ্ব মো. জামাল উদ্দিন চৌধুরী, বিশিষ্ট নগর পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার আলী আশরাফ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য সিদ্দিক আহমেদ বি.কম, উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম ও শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।