রবিবার ● ১২ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » পটুয়াখালী » কুয়াকাটায় উপকূল দিবস পালন
কুয়াকাটায় উপকূল দিবস পালন
পটুয়াখালী প্রতিনিধি :: (২৮ কার্তিক ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.০৩মি.) কুয়াকাটায় প্রথমবারের মতো ভয়াল ১২ নভেম্বর উপকূল দিবস হিসেবে পালিত হয়েছে। প্রস্তাবিত এ উপকূল দিবসে কুয়াকাটা পৌর শহরে একটি র্যালি বের করা হয়। র্যালীটি কুয়াকাটা প্রেসক্লাব মাঠ থেকে আজ রবিবার ১২ নভেম্বর সকাল ১০টায় শুরু হয়ে কুয়াকাটার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সৈকতে এসে শেষ হয়।
দিনটিকে কেন্দ্র করে সমগ্র উপকূলে দাবি উঠেছে উপকূল দিবস হিসেবে পালনের। অন্যান্য উপকূলীয় এলাকার মতো ‘উপকূল দিবস’ হিসেবে কুয়াকাটায় পালনের উদ্যোগ নেয় স্থানীয় বিভিন্ন সংগঠন। উপকূল সাংবাদিক রফিকুল ইসলাম মন্টুর দিক-নির্দেশনায় এ বছর ১২ নভেম্বর উপকূলের ১৫ জেলার ৩২ উপজেলার ৩৪ স্থানে প্রথমবারের মতো পালিত হয় ‘উপকূল দিবস’। বেসরকারি উদ্যোগে পালিত হওয়া এটিই প্রথম উপকূল দিবস।
এছাড়া ১২ নভেম্বর দিনটিকে উপকূল দিবস হিসেবে সরকারিভাবে ঘোষণার দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, ১৯৭০ এর ১২ নভেম্বরের প্রলয়ংকরী ‘ভোলা সাইক্লোন’ নামের ওই ঘূর্ণিঝড়ে প্রাণহানি ঘটেছিল প্রায় পাঁচ লাখ মানুষের। উপকূল বাংলাদেশের একটি প্রতিবেদন বলছে, এটি সিম্পসন স্কেলে ক্যাটাগরি তিন মাত্রার ঘূর্ণিঝড় ছিল। যা এ পর্যন্ত বাংলাদেশের ভুখণ্ডে রেকর্ডকৃত ঘূর্ণিঝড়সমূহের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়।