সোমবার ● ১৩ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় » মিথ্যা সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়েছে বিওএমএ
মিথ্যা সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়েছে বিওএমএ
প্রেস বিজ্ঞপ্তি :: (২৯ কার্তিক ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.০৫মি.) বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন-বিওএমএ’র অর্থ সম্পাদক সাব্বির আহমেদ রনি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন-বিওএমএ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ।
গত ১১ নভেম্বর তারিখ শনিবার বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন-বিওএমএ’র সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে প্রতারনা ও অর্থ আত্মসাতের কারনে সৌমিত্র দেবকে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন-বিওএমএ থেকে বহিষ্কার করা হয়। এ সংক্রান্ত সংবাদ দেশের বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়াতে প্রকাশিত হয়েছে। বিওএমএ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ। সকলে তার নেতৃত্বে ছিলাম, আছি ও থাকবো। এ নিয়ে বিভ্রান্তির কোন অবকাশ নেই।
এদিকে বিওএমএ থেকে বহিষ্কৃত সৌমিত্র দেব আবারো আরেকটি প্রতারনার আশ্রয় নিয়ে আমি, রাসেদুল হাসান বুলবুল, সৈয়দ মুশফিকুর রহমান, আজিবুর রহমানসহ সংগঠনের বিভিন্ন সদস্যদের নাম ব্যবহার করে ভুঁইফোর একটি কমিটির নাম দিয়ে আরেকটি প্রতারনা করেছে। এ ব্যাপারে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।
বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন-বিওএমএ একটি রেজিষ্টার্ড, কপিরাইট ও ট্রেডমার্কযুক্ত সংগঠন। সংগঠনের পক্ষে এর সকল কিছুই করেছেন বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন-বিওএমএ’র প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ।