মঙ্গলবার ● ১৪ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণ সভা
খাগড়াছড়িতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণ সভা
খাগড়াছড়ি প্রতিনিধি ::(৩০ কার্তিক ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১.৫৪মি.) “বল বীর- চির উন্নত মম শির” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর সোমবার সকালে এইচ. এম. পার্বত্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের আয়োজনে কলেজে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা. কাজী মোহাম্মদ তোফায়েল আহাম্মদ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও কলেজ পরিচালনা কমিটির সদস্য ডাঃ মনোরঞ্জন দেব। বিশেষ অিতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার বিশিষ্ট সমাজ সেবক মো. আব্দুল লতিফ, সিনিয়র প্রভাষক ডা. জ্যোতি বিকাশ চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র কলেজের হোমিওপ্যাথির নিয়মনীতির বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ নারায়ন চন্দ্র দে ও ডাঃ শেখ মো. আলী প্রমূখ।
এসময় কলেজের প্রভাষক ডা. সম্ভুনাথ চাকমার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইন্টার্নিং কোর্স সম্পন্ন ডাক্তারগন।