মঙ্গলবার ● ১৪ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » পাবনা » দীর্ঘ ১৭ বছরেও ঈশ্বরদীর একমাত্র স্বতন্ত্র ভকেশনাল ইনষ্টিটিউটের উন্নয়ন হয়নি
দীর্ঘ ১৭ বছরেও ঈশ্বরদীর একমাত্র স্বতন্ত্র ভকেশনাল ইনষ্টিটিউটের উন্নয়ন হয়নি
ঈশ্বরদী প্রতিনিধি :: (৩০ কার্তিক ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.১০মি.) বাঁশের বাদা ভকেশনাল ইনষ্টিটিউট ঈশ্বরদীর একমাত্র স্বতন্ত্র ইনষ্টিটিউট। ২০০১ সালে এলাকার যুবক-যুবতীদের ভকেশনাল শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়। প্রতিষ্ঠা করেন সওজের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী এম.বজলুর রহমান বিশ্বাস। প্রতিষ্ঠার পর থেকেই অধ্যবধি নানাভাবে প্রতিষ্ঠান পরিচালনায় সহযোগিতা করে আসছেন সমাজ সেবক রফিকুল আলম,মুরাদ আলী বিশ্বাস ও এমলাখ হোসেন বাবু। প্রতিষ্ঠানের শুরু থেকেই ফলাফল ভাল করে আসছে শিক্ষার্থীরা। অথচ দীর্ঘ ১৭ বছর পার হলেও সরকারী কোন অনুদান দেওয়া হয়নি। খুব প্রয়োজন থাকার পরও প্রতিষ্ঠানটিকে জাতীয় করণ,এমপিওভুক্ত করা হয়নি। এমনকি প্রতিষ্ঠানের জন্য সরকারের পক্ষ থেকে একটি ভবনও নির্মাণ করা হয়নি। ফলে সিভিল ডাপটিং উইথ ক্যাদ,জেনারেল ইলেক্ট্রিক্যাল ওয়ার্কস,সিভিল কনষ্ট্রাকশন ও রেফ্রিজারেশন এ্যান্ড এয়ার কন্ডিশনিং ট্রেডের ২১০ জন শিক্ষার্থীকে প্রতিদিনই নানা দুর্ভোগের মধ্যে ক্লাশ করতে হচ্ছে। ১১ জন শিক্ষকের স্থলে ৮ জন শিক্ষকও নানা সমস্যার মধ্য দিয়ে এই চারটি ট্রেডে ক্লাশ করে যাচ্ছে।
এদিকে বিনা বেতনে দীর্ঘ ১৭ বছর শিক্ষকতা করতে গিয়ে ঐসব শিক্ষকদের নাভিশ্বাস অবস্থার সৃষ্টি হয়েছে। তারা শিক্ষানুরাগী প্রধান মন্ত্রী শেখ হাসিনার জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।