সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সন্দ্বীপে গরুর হাটে গোলাগুলি : নিহত-২
সন্দ্বীপে গরুর হাটে গোলাগুলি : নিহত-২
সন্বীপ প্রতিনিধি :: চট্টগ্রামের সন্দ্বীপে গরুর বাজারের আধিপত্য নিয়ে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন মো. কবির (৪৫) ও মো. জাহাঙ্গীর (৪০)। সোমবার বিকেলে সন্দ্বীপ পৌরসভার বাতেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কোরবানির ঈদকে কেন্দ্র করে বাতেন মার্কেট এলাকায় পশুর হাট বসে। সেই হাটের নিয়ন্ত্রন নিতে ব্যস্ত হয়ে পড়ে ক্ষমতাসীন দলের সমর্থক দুই গ্রুপ। জাফর ও মিশু গ্রুপ হিসেবে পরিচিত গ্রুপ দুটি হাটের নিয়ন্ত্রণ নিতে মড়িয়া হয়ে পড়ে। এসময় হাটে উভয় গ্রুপের লোকজন উপস্থিত হয়ে নিজেদের নিয়ন্ত্রনে হাট রাখতে চায়। এক পর্যায়ে উভয়গ্রুপের মধ্যে হাটের নিয়ন্ত্রন নিয়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয়পক্ষের কর্মীরা লাঠিসোটা ও আগ্নোয়াস্ত্র নিয়ে প্রতিপক্ষকে হামলা চালায়। উভয়গ্রুপের মধ্যে শুরু হয় গোলাগুলি। গোলাগুলির এক পর্যায়ে কবির ও জাহাঙ্গীর নামে দুজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এদের মধ্যে কবির একটি প্রসাধনী কোম্পানির ডেলিভারিম্যান হিসেবে কাজ করে। ঘটনার সময় তিনি ঐ এলাকা দিয়ে যাচ্ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করতে চেষ্টা করে। দুজন নিহতের পরপরই উভয়গ্রুপের কর্মীরা আত্মগোপনে চলে যায়। তবে তাদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, গরুর হাটের নিয়ন্ত্রন নিতে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুইজন নিহত হয়েছেন। জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।