বুধবার ● ১৫ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-১৪
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-১৪
পটুয়াখালী প্রতিনিধি :: (১ অগ্রহায়ণ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.৪৬মি.) পটুয়াখালীর কলাপাড়া- কুয়াকাটা মহাসড়কের খলিলপুর নামক স্থানে আজ বুধবার সকালে সমুদ্র সৈকত নামের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৯৮৪৩) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে পরে। ঘটনাস্থলেই যাত্রী মোসা. সরভানু (৮০) মারা যায় । এ দুর্ঘটনায় জখম হয়েছেন আরও ১৪ যাত্রী।
আহত যাত্রীরা জানায় ঢাকা থেকে কুয়াকাটা যাচ্ছিল বাসটি। বাসের চালক পথে আমতলী এসে নেমে যায়। এরপরে হেল্পার গাড়ি চালাচ্ছিল। বেপরোয়া চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটে বলে যাত্রীদের অভিযোগ।
কুয়াকাটার খাজুরা গ্রামের মৃত আব্দুর রহমান মোল্লার স্ত্রী নিহত সরভানু ঢাকায় তার ছেলের বাসা থেকে বাড়ি ফিরছিল। এছাড়া গুরুতর জখম বাসযাত্রী জাকির হোসেন ও তানিয়াকে বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে। আরও আহত ১২ যাত্রীকে কলাপাড়া হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বাস দুর্ঘটনার কথা তদন্ত করে জানান, নিহত সরভানুর লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো এবং এব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।