বৃহস্পতিবার ● ১৬ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » অবশেষে ভেঙে গেল ইউপিডিএফ : নতুন কমিটির আত্মপ্রকাশ : আজ খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ
অবশেষে ভেঙে গেল ইউপিডিএফ : নতুন কমিটির আত্মপ্রকাশ : আজ খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২ অগ্রহায়ণ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১২.১০মি.) ১৯ বছরের পূরনো পার্বত্য চট্টগ্রামে অন্যতম বৃহৎম আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) অবশেষে ভেঙে গেল। আত্মকাশ করলো ১১ সদস্যের পাল্টা কমিটি। ইউপিডিএফ (গণতান্ত্রিক) নামে এ সংগঠনের নাম দেয়া হয়েছে।
এদিকে প্রতিবাদে অপর গ্রুপ মাদক-সন্ত্রাস দুর্বৃত্ত প্রতিরোধ কমিটির ব্যানারে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল বের করে। আগামীকাল বৃহস্পতিবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাকও দেয়া হয়েছে এ প্রতিবাদ মিছিল থেকে।
আজ বুধবার সকাল ১১টার দিকে জেলা সদরের খাগড়াপুর কমিউনিটি সেন্টারে ইউপিডিএফ’র একাংশ সাংবাদিক সম্মেলন করে। সংবাদ সংম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক তপন জ্যোতি চাকমা, তিনি লিখিত বক্তব্যে বলেন, ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণে অধিকার প্রতিষ্ঠার জন্য প্রসীত খীসা ও সঞ্চয় এর নেতৃত্বে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ নামে একটি সংগঠন রাজনৈতিক দলের জম্ম হয়েছিল। গঠনতন্ত্রে গণতান্ত্রিক (নিয়মতান্ত্রিক) উপায়ে আন্দোলন চালিয়ে যাওয়া কথা উল্লেখ থাকলেও বর্তমানে তাদের রাজনৈতিক কার্য়কলাপে সম্পূর্ণ অগণতান্ত্রিক, বলপ্রয়োগের রাজনীতি, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের গতিরোধের চেষ্টার রাজনীতি ইউপিডিএফ করে যাচ্ছে।
পুরনো ইউপিডিএফ দলের বাস্তবতায় সচেতন জুম্ম জনগণের সমর্থনে সেই দুনীতি ক্ষমতা অপব্যবহারকারী ইউপিডিএফ নেতাদের খোলস থেকে বেড়িয়ে এসে নতুন দল ইউপিডিএফ (গণতান্ত্রিক) সর্ম্পূণ নিয়মতান্ত্রিক তথা গণতান্ত্রিক দল ঘোষণা করেছে। “জনতার মুক্তি সংগ্রামে এগিয়ে আসুন ইউপিডিএফ এর দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ান ”
পরে নতুন ১১জন বিশিষ্ট আহ্বায়ক কমিটি নাম ঘোষণা করেন, আহ্বায়ক তপন ত্যোতি চাকমা, সদস্য সচিব জুলেখা চাকমা (তরু) বাকী ৯ জন নিবার্হী সদস্য।
এদিকে নব গঠিত ইউপিডিএফ’র কমিটিকে রাষ্ট্রীয় মদদে নব্য মুখোশ-বোরকা বাহিনী আখ্যায়িত করে অপর গ্রুপ মাদক-সন্ত্রাস দুর্বৃত্ত প্রতিরোধ কমিটির ব্যানারে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশ থেকে আগামীকাল বৃহস্পতিবার একই ব্যানারে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন ইউপিডিএফ (প্রসীত) অংশের পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা।