বৃহস্পতিবার ● ১৬ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » খেলা » রাঙামাটিতে মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণ
রাঙামাটিতে মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণ
ক্রীড়া প্রতিবেদক :: জেলা ক্রীড়া অফিস রাঙামাটি পার্বত্য জেলা এর আয়োজনে ১৩ নভেম্বর তারিখ থেকে রাঙামাটি উপজেলা সদরে মোনঘর আবাসিক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংলগ্ন লেকে (জলাশয়ে) আনুষ্ঠানিক ভাবে স্কুল ছাত্রদের অংশ গ্রহনে এক মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণ শুভ উদ্বোধনী মধ্য দিয়ে শূরু হয়।
প্রশিক্ষণে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩০ জন আগ্রহী সাঁতার প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করে।
মোনঘর আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিমিত ঝিমিত চাকমার সভাপতিত্বে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ক্রীড়া বিষয়ক আহ্বায়ক ত্রিদীব কান্তি দাশ প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণ শুভ উদ্বোধন করেন। চলমান মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণটি মনযোগ দিয়ে যথাযথ শিক্ষা গ্রহন ও চর্চা করে দক্ষতা অর্জনের লক্ষ্যে মনোনিবেশ করতে এবং খেলার জগতে একজন ভাল দক্ষ সফল খেলোয়াড় হতে উপস্থিত প্রশিক্ষনার্র্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি তাঁর বক্তব্যে তুলে ধরেন এবং প্রশিক্ষণে অংশ গ্রহনকারী প্রশিক্ষনার্থীদের উদ্বোধনী আনুষ্ঠানিকতায় উপস্থিতি লক্ষ্য করে সবার সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ জ্ঞাপন করেন। রাঙামাটি জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমা,তাঁর স্বাগতিক বক্তব্যে মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণের লক্ষ্য-উদ্দেশ্য সম্বন্ধে তুলে ধরেন এবং পড়ালেখার পাশাপাশি নিয়মিত সাঁতার প্রশিক্ষণের শিক্ষা গ্রহন ও অনুশীলন করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
অনুষ্ঠানের সভাপতি ঝিমিত ঝিমিত চাকমা চলমান পূরো প্রশিক্ষণটির সফল কামনা করেন এবং যাবতীয় মাদকদ্রব্য ও সন্ত্রাসি কার্যকলাপ থেকে সম্পূর্ন মুক্ত রেখে সুন্দর জীবন চলার পথ সুগম করার জন্য তাঁর বক্তব্যে তুলে ধরেন। মোনঘর আবাসিক উচ্চ বিদ্যালয়ের সহকারী ও শরীর চর্চা শিক্ষক অরুন চাকমা এ মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।