শুক্রবার ● ১৭ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » সড়ক অবরোধে গাড়ি ভাংচুর মামলায় ইউপিডিএফ’র ৮ নেতাকর্মীকে আদালতে প্রেরণ
সড়ক অবরোধে গাড়ি ভাংচুর মামলায় ইউপিডিএফ’র ৮ নেতাকর্মীকে আদালতে প্রেরণ
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৩ অগ্রহায়ণ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.২২মি.) খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার বুদুং পাড়া এবং মাটিরাঙ্গার মুসলিম পাড়া এলাকায় ইউপিডিএফ(প্রসীত) প্রুপের ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের সময় কর্মীদের পৃথক হামলায় কার্ভাড ভ্যানসহ ৫টি গাড়ি ভাংচুর হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ তান্ডব চালায় ইউপিডিএফ(প্রসীত) প্রুপের কর্মীরা। এ সময় পুলিশ বহনকারী চাঁদের গাড়ির চালক মো. বাবুল হোসেন(৩৫) আহত হয়। এ ঘটনায় যৌথবাহিনী ৮জনকে আটক করে আজ শুক্রবার তাদেরকে আদালতে প্রেরন করে। আটককৃতরা হলেন : মংহ্লাপ্রু মারমা(২৭), রুইচাইঅং মারমা(১৮), অনু চাকমা(২০) ও মিরশ চাকমা(২০)।
অপর দিকে একই সময় মাটিরাঙ্গার মুসলিম পাড়া এলাকায় সিএনজিসহ ২টি গাড়ি ভাংচুর করে ইউপিডিএফ কর্মীরা। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৪জনকে আটক করে। তারা হলেন : চলন্ত বিকাশ ত্রিপুরা(২৩), বিপন ত্রিপুরা(১৯), দীপ্ত মোহন ত্রিপুরা(১৯) ও উজ্জ্বল ত্রিপুরা(২০)।
গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতরা সবাই প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফ সমর্থিত সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে স্বীকার করেছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের’র করা হয়েছে মামলা নং-৪-১৬/১১/২০১৭।
পার্বত্য চট্টগ্রামে অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ) প্রধান প্রসীত বিকাশ খীসার বিরুদ্ধে সংগঠনের ভিন্নমত পোষনকারীদের হত্যা, চাঁদাবাজি, গুম, খুন, অপহরণ, জাতীয় দিবস বর্জনসহ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রাষ্ট্রবিরোধী কর্মকান্ড ও দুর্নীতি-অনিয়মের অভিযোগ এনে বুধবার খাগড়াছড়িতে সাংবাদিক সম্মেলন করে তপন জ্যোতি চাকমা বর্মা ও জলেয়া চাকমা নেতৃত্বে ইউপিডিএফ গণতান্ত্রিক নামে আলাদা সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
নতুন গঠিত ইউপিডিএফ গণতান্ত্রিকে রাষ্ট্রীয় মদদে নব্য মুখোশ-বোরকা বাহিনী আখ্যায়িত করে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ মাদক-সন্ত্রাস দুর্বৃত্ত প্রতিরোধ কমিটির ব্যানারে তাৎক্ষনিক খাগড়াছড়িতে লাঠি মিছিল ও সমাবেশ করে গতকাল বৃহস্পতিবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ আহ্বান করে।