রবিবার ● ১৯ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » করোনা আপডেট » রাঙামাটি জেনারেল হাসপাতালে স্বাধীনতা নার্সেস পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন
রাঙামাটি জেনারেল হাসপাতালে স্বাধীনতা নার্সেস পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন
ষ্টাফ রিপোর্টার :: (৫ অগ্রহায়ণ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১২.১১মি.) রাঙামাটি জেনারেল হাসপাতালে স্বাধীনতা নার্সেস পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ১৩ নভেম্বর সোমবার আহবায়ক কমিটির আহবায়ক শুভ্রারানী বড়ুয়ার সভাপতিত্বে এক আলোচনা সভায় এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে জানান রাঙামাটি জেনারেল হাসপাতালে স্বাধীনতা নার্সেস পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা নার্সেস পরিষদ চট্টগ্রাম বিভাগের সভাপতি রতন কুমার নাথ।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা নার্সেস পরিষদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এর সন্তোষ কুমার রুদ্র।
এসময় উপস্থিত ছিলেন স্বাধীনতা নার্সেস পরিষদ চট্টগ্রাম জেলা সভাপতি জয়প্রিয় বড়ুয়া, যুগ্ম সম্পাদক অসিত কান্তি দাশ, সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল লাভলু বড়ুয়া ও অর্থ সম্পাদক সনজিত সরকার প্রমূখ।
সভায় নার্সিং এর সেবার মান উন্নয়ন, পোষাক নিয়ে সৃষ্ট ৩ দফা দাবী আদায়সহ স্বাধীনতার পক্ষের শক্তি একত্রিত করে আগামী দিনে নার্সদের ন্যায্য দাবী আদায়ে সংগঠনের সকলকে স্বোছার থাকার আহবান জানানো হয়।
পরে সিনিয়র ষ্টাফ নার্স শুভ্রা রানী বড়ুয়াকে সভাপতি,মিঠু তালুকদারকে সাধারন সম্পাদক ও তপন চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট কার্যনিবাহি ও ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিসহ জেলায় কর্মরত কর্মকর্তাদের সমন্বয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে স্বাধীনতা নার্সেস পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ঘোষণা করা হয়।
রাঙামাটি জেনারেল হাসপাতালে স্বাধীনতা নার্সেস পরিষদের পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা হচ্ছেন : সভাপতি শুভ্রা রানী বড়ুয়া,সহ সভাপতি গীতা রানী বড়ুয়া,সহ সভাপতি অমলা চাকমা, সাধারন সম্পাদক মিঠু তালুকদার, সহ সাধারন সম্পাদক লক্ষী রাণী পাল, সহ সাধারন সম্পাদক ত্রিসোনা চাকমা,যুগ্ম সম্পাদক সাধনা চাকমা, সহ যুগ্ম সম্পাদক মিতা চাকমা,সহ যুগ্ম সম্পাদক সাঈদা আক্তার (রাঙামাটি জেনারেল হাসপাতাল), সাংগঠনিক সম্পাদক তপন চাকমা (বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) সহ সাংগঠনিক সম্পাদক ফেমী চাকমা, সহ সাংগঠনিক সম্পাদক শর্মিলা মল্লিক,অর্থ সম্পাদক সঞ্চিতা চাকমা, সহ অর্থ সম্পাদক চঞ্চলা চাকমা, সহ অর্থ সম্পাদক পারভিন আক্তার,দপ্তর সম্পাদক সুচিত্রা চৌধুরী (রাঙামাটি জেনারেল হাসপাতাল), সহ দপ্তর সম্পাদক নীনা চাকমা রাঙামাটি নার্সিং ইন্সটিটিউট, সহ দপ্তর সম্পাদক জেনী চাকমা, প্রচার সম্পাদক সুমিত্রা বড়ুয়া,সহ প্রচার সম্পাদক জানকী চাকমা,সহ প্রচার সম্পাদক সাগরিকা চাকমা,ধর্ম বিষয়ক সম্পাদক সাহিদা আক্তার(১),সহ ধর্ম বিষয়ক সম্পাদক লুবকী রানী দাশ,সহ ধর্ম বিষয়ক সম্পাদক জ্যোসি তঞ্চঙ্গ্যা,সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাহিদা আক্তার (২), সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক রোকসানা আক্তার,সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক রোজ মেরী সিলভিয়া,ক্রীড়া সম্পাদক কনিকা রুদ্র, সমাজ কল্যাণ সম্পাদক সাথী বড়ুয়া, কার্যনিবাহি সদস্য রীনা প্রভা দে, শায়লা শাওন, বিভাশ্রী দেওয়ান, হ্লানু মারমা, নেলী বড়ুয়া, প্রভাতী চাকমা, কামরুন নাহার বেবী, ডালিয়া (রাঙামাটি জেনারেল হাসপাতাল), নকুল বিকাশ চাকমা (বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স),আয়েশা চাকমা (রাঙামাটি জেনারেল হাসপাতাল),পাহাড়িকা চাকমা (নানয়িারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স), হ্লাচিং মারমা (বড়ইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স), চঞ্চলা চাকমা (বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স), রিনুকা দেওয়ান (রাঙামাটি জেনারেল হাসপাতাল), সালমা আক্তার (রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্স),খালেদা আক্তার (বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স), লিপি তঞ্চঙ্গ্যা (রাঙামাটি জেনারেল হাসপাতাল), সুজাতা চাকমা (জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স), খুশি চাকমা, অনন্যা তঞ্চঙ্গ্যা, যাশী চাকমা ও পপি চাকমা (রাঙামাটি জেনারেল হাসপাতাল)।
উপদেষ্টা কমিটিতে যারা রয়েছেন : নার্সিং সুপারভাইজার অর্চনা চক্রবর্তী, রাঙামাটি নার্সিং ইন্সটিটিউটের ইন্সট্রাক্টর আব্দুল গফুর, রাঙামাটি জেনারেল হাসপাতালের নার্সিং সুপারভাইজার মঞ্জু আরা বেগম, নার্সিং ইন্সট্রাক্টর কাবেরী তালুকদার, রাঙামাটি জেনারেল হাসপাতালের নাজমা বেগম, অঞ্জলী দাশ,নিলু দাশ, সীমা মন্ডল, রুমিছা খানম, ও রহিমা আক্তার।