রবিবার ● ১৯ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে ওসি‘র উদ্যেগে মাদ্রাসায় কম্বল বিতরণ
পানছড়িতে ওসি‘র উদ্যেগে মাদ্রাসায় কম্বল বিতরণ
পানছড়ি প্রতিনিধি :: (৫ অগ্রহায়ণ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১২.৪৪মি.) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলাস্থ ছনটিলা মহিলা হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসা এবং মোল্লাপাড়া দারুল উলুম এতিখানা ও হেফজখানা মাদ্রাসায় কম্বলসহ নানান সামগ্রী প্রদান করেছে পানছড়ি থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় থানা অফিসার্সে‘র কক্ষে প্রতিষ্টানটির প্রতিনিধি‘র হাতে তুলে দেন এ সকল সামগ্রী।
জানাযায়, সম্প্রতি ওসি ছনটিলা এলাকা প্ররিদর্শন কালে মহিলা হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসায় যান। এরপর শিক্ষার্থীদের করুন দশা দেখে নিজ উদ্যেগে কম্বল, হ্যান্ড ওয়াশ, গায়ের সাবান, টয়লেট টিশু সংগ্রহ করেন। এসকল সামগ্রী আজ ছনটিলা মহিলা হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসা‘র পরিচালক মো. আ. মজিদ ও মোল্লাপাড়া দারুল উলুম এতিখানা ও হেফজখানা মাদ্রাসা‘র প্রতিনিধি মো. শহিদুল ইসলামের হাতে তুলে দেন থানা অফিসার্স ইনচার্জ মো. মিজানুর রহমান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লোকমান হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাথ দেব, পানছড়ি গণ পাঠাগারের যুগ্ন-সম্পাদক মো. মিরাজুল ইসলাম মিরাজ প্রমূখ।
এ সকল সামগ্রী পেয়ে ছনটিলা মহিলা হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসা‘র পরিচালক মো. আ. মজিদ এই প্রতিবেদককে বলেন, আমি এই সামগ্রী পেয়ে যেমনি আনন্দিত, ঠিক তেমনি প্রতিষ্টানটির গরীব অসহায় শিক্ষার্থীরাও আনন্দিত হবে।
থানা অফিসার্স ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লোকমান হোসেনকে সাথে নিয়ে আমি এই সকল সামগ্রী সংগ্রহ করে বিতরণ করতে পেরে মনে অনেক শান্তি পাচ্ছি।