রবিবার ● ১৯ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৫ অগ্রহায়ণ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১২.৪৯মি.) মাওলানা ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল ১৮ নভেম্বর শনিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাসান উদ্দিন সরকার।
তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে হলে মাওলানা ভাসানীর আদর্শ অনুসরণ করতে হবে। শহীদ জিয়া দুর্নীতিবাজ ছিলেন না, তিনি স্বজনপ্রীতি করেননি, তিনি ছিলেন এদেশের গরীব দুখী মেহনতি মানুষের নেতা। জিয়াউর রহমান কি চেয়েছিলেন, তিনি কাকে অনুসরণ করতেন, তা জিয়ার সৈনিকদের বুঝতে হবে।
আসুন মাওলানা ভাসানীর মৃত্যু বার্ষিকীতে আমরা শপথ গ্রহণ করি আমরা আগামীতে রাজনৈতিক অঙ্গনে আমাদের জীবন দিয়ে হলেও সত্যকে প্রতিষ্ঠিত করবো। মিথ্যার সাথে আপোষ করবো না। যা সত্য তা নির্ভয়ে বলার চেষ্টা করবো। আর এ পথে চলতে পারলে মাওলানা ভাসানীর আলোচনা সভা ও দোয়া মাহফিল সার্থক হবে।
গাজীপুর পৌর বিএনপির সভাপতি মীর হালিমুজ্জামান ননীর সভাপতিত্বে ও বিএনপি নেতা জয়নাল আবেদীন তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সোহরাব উদ্দিন, বিএনপি নেতা সাখাওয়াৎ হোসেন সবুজ, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা ও জাতীয়তাবাদী পেশাজীবী সমন্বয় পরিষদের আহবায়ক অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ।