রবিবার ● ১৯ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ফুলপুরে মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে যুবকের লাশ উত্তোলন
ফুলপুরে মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে যুবকের লাশ উত্তোলন
ময়মনসিংহ অফিস :: (৫ অগ্রহায়ণ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.১০মি.) ময়মনসিংহের ফুলপুরে মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে যুবকের লাশ উত্তোলন করা হয়েছে। ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের রামসোনা (কুমারপাড়া) গ্রামের আব্দুল হাইয়ের ছেলে রূপচান (১৮) এর লাশ গত আড়াই মাস আগে উদ্ধারের পর দাফন করা হয়।
আজ ১৯ নভেম্বর রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবুল মনসুর এর উপস্থিতিতে ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের রামসোনা (কুমারপাড়া) গ্রামের কবর থেকে ওই যুবকের লাশ উত্তোলন করা হয়।
রূপচানের বাবা আব্দুল হাই জানান, পার্শ্ববর্তী বাড়ির আলতাফ হোসেনের মেয়ে পলি (১৮)’র সাথে তার ছেলে রূপ চানের ভালবাসার সম্পর্ক ছিল। পরে বিয়ের প্রস্তাব দিলে পলির অভিভাবক তা প্রত্যাখ্যান করেন ও ছেলেকে মেরে ফেলার হুমকি দেন।
এরপর গত ৭ সেপ্টেম্বর আলতাফ হোসেনের বাড়ির পূর্বপাশে খড়ের পুঞ্জির কাছে রূপচানের লাশ পাওয়া যায়। ওই ঘটনায় রূপচানের বাবা আব্দুল হাই আদালতে মামলা দায়ের করলে আদালত লাশ উত্তোলন করে ময়না তদন্তপূর্বক রিপোর্ট দেয়ার জন্য বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবুল মনসুরকে দায়িত্ব প্রদান করেন।
এরই প্রেক্ষিতে রবিবার লাশ উত্তোলন করার সময় কবরস্থানে উপস্থিত ছিলেন, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবুল মনসুর, ওসি (তদন্ত) রুহুল আমিন, মামলার আইও এস আই জালাল উদ্দিন প্রমুখ।