রবিবার ● ১৯ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » সিলেটে ‘জমজম’র’ পানি প্রতারণা, ইসলামী ফাউন্ডেশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত
সিলেটে ‘জমজম’র’ পানি প্রতারণা, ইসলামী ফাউন্ডেশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত
সিলেট প্রতিনিধি :: (৫ অগ্রহায়ণ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৩১মি.) জমজম পানির নামে সিলেটে চলছে রমরমা বানিজ্য, এক শ্রেণীর অসাধু ব্যক্তি সাধারন সহজ সরল মানুষের ধর্মীয় বিশ্বাসকে কাজে লাগিয়ে জমজমের পানির নামে ধোকা দিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। আর গছিয়ে দিচ্ছে ডিপ টিবওয়েলের পানি।
হজরত শাহজালাল (র.) এর মাজারে ডিপ টিবওয়েলের পানিকে মক্কার ‘জমজম’ কুপের পানি বলে বিক্রির মাধ্যমে প্রতারনার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরো প্রতারনার অভিযোগ আমলে নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালককে তদন্তের নির্দেশ দেন। আগামী ৩০ নভেম্বরের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দিতে ইসলামিক ফাউন্ডশনের উপপরিচালককে নির্দেশ দিয়েছেন সিলেটের মূখ্য মহানগর হাকিম আদালত।
প্রতারণার শিকার নগরীর কদমতলী দরিয়া শাহ মাজার রোডের বাসিন্দা এইচ এম আব্দুর রহমান বলেন- ‘গত ১০ অক্টোবর বিকালে আমি দরগাহ থেকে ‘জমজম কুপের পানি’ ক্রয় করি। পরে গণমাধ্যমের খবরে জানতে পারি এটি জমজম কুপের পানি নয়। একটি মহল প্রতারণা চালাচ্ছে। পরে বিষয়টি আমি আদালতের নজরে আনি।’