রবিবার ● ১৯ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরগঞ্জে শিম ক্ষেত কেটে দিয়েছে প্রতিপক্ষ, ২ লাখ টাকার ক্ষতি
ঈশ্বরগঞ্জে শিম ক্ষেত কেটে দিয়েছে প্রতিপক্ষ, ২ লাখ টাকার ক্ষতি
ময়মনসিংহ অফিস :: (৫ অগ্রহায়ণ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৩৯মি.) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুর্বৃত্তরা এক প্রান্তিক চাষির শিম ক্ষেত কেটে সাবাড় করে দেয়ায় থানায় অভিযোগ করা হয়েছে। এতে দুই লক্ষ টাকার ফসল বিনষ্ট হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ওই চাষি দাবি করেন।
আজ ১৯ নভেম্বর রবিবার ভোরে উপজেলার বড়হিত ইউনিয়নের বৃপাচাশি গ্রামে কৃষক বাবুল মিয়ার শিম ক্ষেত বিনষ্ট করার ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ চাষি বাবুল মিয়া এ ব্যপারে বলেন, পূর্ব শক্রতার জেরে একই গ্রামের ভুট্টু মিয়া ও তার লোকজন নিয়ে রোববার ভোরে শিমে ভরপুর ৪০ শতাংশ জমির শিম গাছ কেটে সাবাড় করে ফেলে। খুব ভোরে ঘুম থেকে উঠে ক্ষেত পরিচর্যা করতে গিয়ে চাষি বাবুল মিয়া দেখতে পান ভুট্টু ও তার লোকজনকে শিম ক্ষেতের গাছ কেটে পালিয়ে যাচ্ছে। এসময় তার চিৎকারে স্থানীয় এলাকাবাসি এই অমানবিক দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়েন। সারাদিনই ফসল হানির এই দৃশ্য দেখতে গ্রামের শত শত মানুষ শিম ক্ষেতের চার পাশে ভীড় করে এ অমানবিক কাজের সাথে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন।
চাষি বাবুল মিয়া আরও জানান গত বছর এই চার কাঠা জমিতে শিম চাষ করে প্রায় ১ লক্ষ টাকা আয় করেছিলেন। এবার সবজির বাজার দর অনুযায়ী প্রায় ২ লক্ষ টাকার শিম বিক্রর আশা করছিলেন তিনি। কিন্তু প্রতিপক্ষের লোকজন এ সর্বনাশ করে দেয়ায় এবার পথে বসার উপক্রম হয়েছে তার পরিবারের। শিম ক্ষেতেই বসে মাথায় হাত দিয়ে আহাজারি করে এমনটি বলছিলেন চাষি বাবুল মিয়া।
বাবুল মিয়া ও তার পরিবারের লোকজন অভিযোগ করে আরো জানান, প্রতিবেশি ভুট্টুর সাথে একটি পুকুর নিয়ে মামলা মোকদ্দমা চলে আসছিল। ওই মামলায় হেরে গিয়ে ভুট্টু ও তার লোকজন গত শনিবার বাবুল মিয়াকে মারধর করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে এ ঘটনাটি ঘটায়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান এ ব্যপারে বলেন, চাষি বাবুল মিয়ার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।