রবিবার ● ১৯ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » দীঘিনালা কলেজে সন্ত্রাসী হামলায় ৬ ছাত্র গুরুতর আহত
দীঘিনালা কলেজে সন্ত্রাসী হামলায় ৬ ছাত্র গুরুতর আহত
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৫ অগ্রহায়ণ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৫৬মি.) খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা সরকারি কলেজে সন্ত্রাসী হামলায় পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি-এমএন) গ্রুপের ৬ নেতাকর্মী গুরুত্বর আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা হচ্ছে, রনজিত চাকমা, অমর চাকমা, মিণ্টু চাকমা, সুকেশ চাকমা, নেছার চাকমা ও শুভ রঞ্জন চাকমা।
আজ রবিবার সকাল ১০টার দিকে দীঘিনালা সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহতরা সকলেই ডিগ্রি পরীক্ষার্থী বলে জানা গেছে। পিসিজেএসএস(এমএন) গ্রুপ পাহাড়ি ছাত্র এ হামলার জন্য ইউপিডিএফ’র প্রসীত গ্রুপের সন্ত্রাসীদের দায়ী করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকাল ১০টার দিকে ১০/১২জন সশস্ত্র সন্ত্রাসী দীঘিনালা সরকারি কলেজ ক্যাম্পাসে ঢুকে প্রশাসনিক ভবনের সামনে দাঁড়িয়ে থাকা ছাত্রদের এলোপাথারী কুপাতে থাকে। খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রনজিত চাকমা ও অমর চাকমাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু অবস্থায় অবনতি ঘটায় রনজিত চাকমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পাহাড়ি ছাত্র পরিষদ(এমএন) গ্রুপের দীঘিনালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজ্যময় চাকমা এ হামলার জন্য প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ’র পাহাড়ি ছাত্র পরিষদকে দায়ী করে তাদেরকে গ্রেফতারের দাবি জানিয়েছে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুউদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পর কলেজ ক্যাম্পাসসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে।