রবিবার ● ১৯ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » মানিকছড়িতে ফরেনার্স পুলিশ চেকপোস্ট উদ্বোধন
মানিকছড়িতে ফরেনার্স পুলিশ চেকপোস্ট উদ্বোধন
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৫ অগ্রহায়ণ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.২৫মি.) খাগড়াছড়ির প্রবেশদ্বার মানিকছড়ি ও ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী জনপদ নয়াবাজার সেনাক্যাম্প সংলগ্ন চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে ফরেনার্স পুলিশ চেকপোস্ট উদ্বোধন উপলক্ষে আজ রবিবার বিকালে পুলিশিং কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী প্রধান অতিথির বক্তৃতা করেন।
এসময় তিনি বলেন, জ্ঞান ও মেধা নির্ভর তরুণ সমাজ বিনির্মাণে মাদকের ছোবল রুখে দিতে হবে। ইয়াবা-ফেনসিডিলসহ নানা ধরনের অবৈধ নেশাদ্রব্য সীমান্ত পথে খাগড়াছড়িতে প্রবেশ করছে। এতে ছাত্র-যুব এবং তরুণ সমাজে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। সরকার যুব সম্পদকে রক্ষায় মাদকের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতিতে এগোচ্ছে। এটি লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সমাজের সকল মহলের সহযোগিতা প্রয়োজন। তাই জেলার প্রতিটি প্রবেশ পথে পুলিশ এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্তদের সজাগ থাকার অনুরোধ জানান।
মানিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মাইন উদ্দীন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে.কর্ণেল মো. মিজানুর রহমান মিজান পিএসসি, পুলিশ সুপার আলী আহমদ খান, জেলা পরিষদ সদস্য এম.এ. জব্বার, উপজেলা চেয়ারম্যান ম্রাগ্যা মারমা, কমিউিনিটি পুলিশিং কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ. রাজ্জাক এবং উপজেলা নির্বাহী অফিসার (অতি.) মো. জাহেদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, বাটনাতলী মো. শহিদুল ইসলাম মোহন, যোগ্যাছোলা মো. জয়নাল আবেদীন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শহিদুল্লাহ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো.আইয়ূব আলী আনছারী, প্রকল্প কর্মকর্তা মো. আবদুল জব্বার, যুবলীগ নেতা মো. জাহেদুল আলম মাসুদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মোস্তফা কামাল ও কার্বারী প্রবাল ত্রিপুরা প্রমূখ।
সভার শুরুতে অতিথিরা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ফরেনার্স পুলিশ চেকপোস্টের ভবন উদ্বোধন করেন। পরে পার্বত্য খাগড়াছড়ির প্রবেশদ্বার মানিকছড়ি ও ফটিকছড়ির সীমান্তবর্তী নয়াবাজার জনপদে ২০০৫ সালে নির্মিত এবং বিভিন্ন কারণে বন্ধ ফরেনার্স পুলিশ চেক পোস্টটি নতুন করে উন্মুক্ত করা হয়।
সভায় পুলিশ সুপার আলী আহমদ খান বলেন, সম্প্রতি জেলা প্রশাসক মহোদয়ের আন্তরিকতায় সরকারী ভূমিতে দ্রুত সময়ের মধ্যে পুলিশ চেকপোস্টেও জন্য একটি ভবণ নির্মাণ করা সম্ভব হয়েছে। রামগড় ও আলুটিলায় আরো দুটি ভবণ নির্মাণ হচ্ছে। এতে করে এ জেলায় বিদেশী পর্যটকদের আসা-যাওয়ার বিষয়টি প্রশাসন দ্রুত নিশ্চিত করতে পারবে এবং ওদেরকে সহযোগিতা প্রদান সহজ হবে। এছাড়া জেলা ও উপজেলায় মাদক পাচার ও অপরাধ রোধে এ পুলিশ চেকপোস্ট গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।
ফরেনার্স পুলিশ চেক পোস্টে কর্মরত পুলিশদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম বলেন, আপনারা বিদেশী বন্ধুদের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে দেশের ভাবমুর্তী ফুটে উঠবে