মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে তথ্যপ্রযুক্তি আইনে ২ সাংবাদিক গ্রেফতার
ময়মনসিংহে তথ্যপ্রযুক্তি আইনে ২ সাংবাদিক গ্রেফতার
ময়মনসিংহ অফিস :: (৭ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৯ মি.)ময়মনসিংহের ত্রিশাল উপজেলা থেকে প্রকাশিত একটি অনলাইন পত্রিকার প্রকাশক ও বার্তা সম্পাদককে আটক করেছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি পুলিশ)। আটকরা হলেন নিউজ পোর্টাল ত্রিশাল নিউজ ডটকমের প্রকাশক উপজেলার কোনাবাড়ী বাগানের বাসিন্দা মো. লায়েস মন্ডল ও বার্তা সম্পাদক মো. সাবিদ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় আইনে একটি মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
২১ নভেম্বর মঙ্গলবার বিকালে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম নিজ কার্যালয়ে এক লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃতরা গত ১৬ নভেম্বর তাদের পত্রিকায় ‘স্বজনদেরকে মেরে ফেলার হুমকি সিনহার পদত্যাগ’ শিরোনামে একটি মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর, মনগড়া ও বানোয়াট সংবাদ প্রকাশ করে।
এই সংবাদ সশস্ত্র বাহিনীসহ বাংলাদেশ সরকারের তথা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে যা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রের শামিল।
তার আগে গতকাল সোমবার রাতে ত্রিশাল উপজেলা সদর থেকে ওই দুই সাংবাদিককে আটক করা হয়।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ত্রিশাল থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা হচ্ছে।