মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামায় দুস্থ্ মুক্তিযোদ্ধার জন্য বসত ঘর নির্মান
লামায় দুস্থ্ মুক্তিযোদ্ধার জন্য বসত ঘর নির্মান
এম জাবের উদ্দিন লামা (বান্দরবান) প্রতিনিধি :: (৭ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০৯ মি.) দুস্থ্ মুক্তিযোদ্ধাদের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় সরকারি অর্থায়নে লামায় মুক্তিযোদ্ধা হেলুমিয়ার বসতঘর নির্মাণ করা হয়েছে।
৪৪৬ স্কোয়ার ফিট বাড়ি, ডেইরি খামার ও পোল্ট্রি শেডের মালিক হতে পেরে খুশি হলেন যুদ্ধাহত এ মুক্তিযোদ্ধা।প্রকল্পটি বাস্তবায়ন করেন এলজিইডি।
গেল অর্থবছরে সাড়ে ৯ লাখ টাকায় কাজে ১২% নিম্মদরে ৭ লাখ ৯৬ হাজার ৬৯৪ টাকায় কাজ করার চুক্তিবদ্ধ হয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সম্রাট কন্সট্রাকশনের সাথে। কাজে লাভ করতে না পারলেও ১৯৭১-এর রণাঙ্গনের একজন সৈনিকের বাড়ি নির্মাণ করে দিতে পেরে খুশি ঠিকাদার প্রতিষ্ঠানটি।
হেলুমিয়া দেশ স্বাধীনের পর ৭০-এর দশকের শেষদিকে পার্বত্য চট্টগ্রামের লামা উপজেলায় পুনর্বাসিত হন।
লামা পৌরসভায় ৪ নম্বর ওয়ার্ডে বাঁশের ঝুপড়ি ঘরে সপরিবারে থাকতেন তিনি। হোটেল-রেস্তোরাঁয় পানির বহন করে জীবিকা নির্বাহ করতেন এই যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। এক সময়ে এসব মুক্তিযোদ্ধারা ছিল অনেকটা অবজ্ঞা-অবহেলার পাত্র।
১৯৯৭ সালে তৎকালীন সময়ে দেশের কয়েকটি দৈনিক পত্রিকায় হেলুমিয়াকে নিয়ে নানা শিরোনামে সংবাদকর্মীরা অনেক লেখালেখি করেন।
এর ফলে অত্র উপজেলার হেলুমিয়া সহ রাজনৈতিকভাবেও পরিবেশ অনেকটা মুক্তিযোদ্ধাদের অনুকূলে আসে।
এর আগে ১৯৯৬ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের সূর্যসন্তান মুক্তিযোদ্ধাদের, বিশেষ করে দরিদ্র ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভবিষ্যত নিয়ে ভাবতে থাকেন।
এ ধারাবাহিকতায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের আবাসন ব্যবস্থা গ্রহণকরেন।
মুক্তিযোদ্ধা হেলুমিয়ার সাথে কথা হলে তিনি আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন জানান, মুক্তিযোদ্ধা হেলুমিয়া বাড়ি ও তার সংযুক্ত দু’টি পশুপালন শেড নির্মাণ কাজের গুণগতমান সন্তোষজনক হয়েছে।