বুধবার ● ২২ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে শিলক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন
রাঙ্গুনিয়াতে শিলক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন
রাঙ্গুনিয়া প্রতিনিধি:: (৮ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.০৩মি.) রাঙ্গুনিয়া শিলক খাল মরমের মুখ পানি ব্যবস্থপনা সমবায় সমিতি লি: (রাবার ড্যাম) পাঁচ বছর মেয়াদী নতুন কমিটির নির্বাচন সোমবার সম্পন্ন হয়েছে। ১১ বছর পর উপজেলা সমবায় সমিতির ব্যবস্থাপনায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে জাঁকজমক নির্বাচনে সভাপতি পদে মো. শওকত হোসেন ২২১ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদন্ধি প্রার্থী হাজী সিরাজুল হক তালুকদার পেয়েছেন ১৪৭ ভোট। বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হন সহ সভাপতি হাজী মোহাম্মদ শাহ আলম, সাধারন সম্পাদক হাজী মো. আলী সিকদার, সদস্য হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. লিয়াকত আলী, ফরিদ আহমদ, মো. জাহাঙ্গীর আলম, মো. নুরুল আজিম সিকদার, আনোয়ারা বেগম, শাহানাজ বেগম, উম্মে আইমন, জয়নাব বেগম।নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন রাঙ্গুনিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাফিজ উল্ল্যাহ, সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিলেন রাঙ্গুনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আহসানুল কাদের ইমতিয়াজ হোসেন ভূইঞা।শিলক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার জানান, শিলক খাল রাবার ড্যামের আওতায় প্রায় ১৬০০ একর জমি চাষাবাদ হয়। রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমিতির সদস্য সংখ্যা প্রায় ১০২৪ জন। দীর্ঘদিন যাবত এই সমিতির মাধ্যমে এলাকার কৃষকেরা রাবার ড্যামের পানি সেচ সুফল ভোগ করে আসছে। এলাকার শতশত একর অনাবাদি জমি চাষাবাদের আওতায় এসেছে। কোদালা, শিলক, পদুয়া ও সরফভাটায় বন্য হাতির আক্রমন থেকে ক্ষেতের ফসল রক্ষায় সমিতি গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে আসছে।