বুধবার ● ২২ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে আনুষ্ঠানিকভাবে নবান্ন উৎসব শুরু
পটুয়াখালীতে আনুষ্ঠানিকভাবে নবান্ন উৎসব শুরু
পটুয়াখালী প্রতিনিধি :: (৮ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩৬মি.) পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠানিকভাবে ধান কাটার মধ্য দিয়ে শুরু হয়েছে নবান্ন উৎসব। হরিগুরু চাঁদ মতুয়া মিশন কলাপাড়া শাখার আয়োজনে ২২ নভেস্বর বুধবার বেলা এগারটায় বর্নাঢ্য র্যালি, আলোচনা সভা, কবি গান, নামকীর্তন ও অন্নপ্রসাদ বিতরণের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন মতুয়া মিশনের কেন্দ্রীয় প্রধান প্রতিভু অবতার শ্রী পদ্মনাভ ঠাকুর।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতালেব তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির রহমান ও পৌর মেয়র বিপুল হাওলাদার প্রমুখ।